35 C
Agartala
Saturday, July 27, 2024
- Advertisemet -spot_img

পুজোর আগে রাস্তা সংস্কারের দাবিতে অবস্থান ধর্মঘট

শ্যামলী ত্রিপুরা, করিমগঞ্জ প্রতিনিধি: আসন্ন দূর্গাপুজোর আগে আসিমগঞ্জ- ইশানছড়া পূর্ত সড়কের আতানগর পয়েণ্ট থেকে লামা-রাতাবাড়ি ও কাজিরবাজার হয়ে রাতাবাড়ি রেলষ্টেশন পর্যন্ত বেহাল রাস্তা সংস্কারের দাবি জানিয়ে বুধবার সকাল ৮ টা থেকে অবস্থান ধর্মঘটে বসলেন রাতাবাড়ি জিপির স্থানীয় যুবসমাজ৷ দীর্ঘ সাত বছর থেকে বেহাল রয়েছে দক্ষিন করিমগঞ্জ সমষ্টির অন্তর্গত পলডর জিপির আতানগর সহ রাতাবাড়ি জিপির আতানগর, হাখমবাড়ি, পুঞ্জিবাড়ি, কনিমোরা, টুকরবাড়ি, রবিদাসটিলা, রায়পাড়া পূর্বটঙ্গিবাড়ি এবং তাপাদারটিলা মিলিয়ে প্রায় ৯টি গ্রামের মানুষের জীবন রেখা নামে পরিচিত রাস্তাটির জরাজীর্ণ অবস্থা। সংস্কারের জন্য বারবার দাবি জানিয়েও কোনো ফল হয় না৷ কিছুদিন আগে বিধায়ক সিদ্দেক আহমেদ এসে রাস্তাটির বেহাল অবস্থা পরিদর্শন করে ৭ দিনের মধ্যে কাজ আরম্ভ হবে বলে এলাকার লোকদের আশ্বস্ত করেন৷ কিন্তু
প্রায় দুমাস অতিক্রান্ত হয়ে গিয়েছে তবুও রাস্তাটি সংস্কারের নামগন্ধ নেই ৷ উপরন্তু রাতাবাড়ি জেলাপরিষদ সদস্য আশিস নাথের বাড়ির সামনে আতানাগর পয়েণ্ট দিয়ে যাওয়া রাস্তাটি দিয়ে চলতে হয়। আনিপুর জেলাপরিষদ সদস্য তথা এজিপির প্রাক্তন জেলা সভাপতি হেলাল আহমেদ খান ৷ উভয়ের গভীর সম্পর্ক রয়েছে করিমগঞ্জের সাংসদ কৃপানাথ মালাহর সঙ্গে ৷ কিন্তু বেহাল রাস্তার অবস্থা এদের কারও চোখে পড়েনা৷ দুজন জেলা পরিষদ আশিস নাথ ও হেলাল খান সহ সাংসদ কৃপানাথ মালাহ ও দুই বিধায়ক যথাক্রমে সিদ্দেক আহমদ এবং বিজয় মালাকারের ব্যর্থতা বলে অভিযোগ করছেন স্থানীয়রা৷ তাদের এই দাবি পূরণ নাহলে দিশপুর এমন কি দিল্লির জন্তর মন্তরে গিয়ে ধর্নায় বসবেন বলে সংবাদ মাধ্যমের কাছে জানান৷ কিন্তু অপরিকল্পিত এই অবস্থানের সংবাদ৷ কেবল রাতাবাড়ি পুলিশ প্রশাসন ছাড়া উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট কোনো খবর ছিলনা৷ বেলা১১টায় কাজির বাজার জিপি সভানেত্রী প্রতিনিধি মতিউর রহমান দুল্লভছড়া খণ্ড উন্নয়ন আধিকারী রাহুল প্রসেনজিৎ গগৈকে বিষয়টি জানিয়ে সহযোগিতার আহ্বান জানান৷ মতিউর রহমানের কথায় সাড়া দিয়ে৷ ধর্নাস্থলে উপস্থিত হন তিনি৷ রাস্তা সংস্কারের জন্য গগৈর হাতে স্মারকপত্র প্রদান করেন৷ তিনি জেলা উপায়ুক্তের সঙ্গে আলোচনা করার আশ্বাস দিলে স্থানীয়রা তাদের অবস্থান ধর্মঘট প্রত্যাহার করেন৷

Related Articles

যোগাযোগ রেখো

82,829ভক্তমত
834অনুগামিবৃন্দঅনুসরণ করা
1,320গ্রাহকদেরসাবস্ক্রাইব

সাম্প্রতিক প্রবন্ধসমূহ