36 C
Agartala
Thursday, July 25, 2024
- Advertisemet -spot_img

মন্দির নগরীতে ভুয়া সাংবাদিকের হীরক

শ্যামলী ত্রিপুরা উদয়পুর প্রতিনিধি: সাতসকালে এক ভুয়া সাংবাদিক ধরা পড়লো মাতারবাড়ি মন্দির সংলগ্ন এলাকায়। শুক্রবার সকালে মাতা বাড়ি মন্দিরে পুজো দিতে আসেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব সহ এক ঝাঁক কেন্দ্রীয় নেতৃত্ব। খবর পেয়ে উদয়পুর মহকুমার সাংবাদিকরা ও যায় সেখানে খবর সংগ্রয়ে । সেখানে গিয়েই দেখে স্থানীয় দোকানিরা এক লোককে আটকে রেখে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। এর কারণ খুঁজতে গিয়ে জানা যায় বাচ্চু মিয়া নামে ঐ লোকটি বিগত কয়েকদিন ধরেই দৈনিক সংবাদের সাংবাদিক পরিচয় দিয়ে মাতারবাড়ি এলাকায় বিভিন্ন দোকান দারের কাছ থেকে হাফতা চেয়ে আসছিল। তা না দিলেই খবর করে দিয়ে দোকান বন্ধ করার হুমকি দিয়ে আসছিল সে। সাংবাদিকরা তার কাছে গিয়ে তার পরিচয় জানতে চাইলে সে জানায় সে দৈনিক সংবাদ পত্রিকার বাগমা প্রতিনিধি। খবর নিয়ে জানা যায় দৈনিক সংবাদের এইরকম কোন সাংবাদিক ই নেই ওই এলাকায় । তৎক্ষণাৎ সাংবাদিকদের তরফ পুলিশে খবর দিলে সে তার মোটর বাইক নিয়ে চম্পট দেয় উল্লেখ্য , জানা গেছে ওই ভুয়া সাংবাদিকের নাম বাচ্চু মিয়া। বাড়ি উদয়পুর বারোভাইয়া এলাকায়। সে দীর্ঘদিন ধরেই দৈনিক সংবাদের সাংবাদিক পরিচয় দিয়ে বিভিন্ন জায়গা থেকে তোলা আদায় করে চলছে । দিন কয়েক পূর্বেই ভুয়া চিকিৎসক পরিচয় দিয়ে ওষুধ বিক্রির অপরাধে তাকে হাতেনাতে আটক করেছিল স্বাস্থ্য দপ্তরের ডেপুটি ড্রাগস কন্ট্রোলার। এবং স্বাস্থ্য দপ্তর থেকে উদয়পুর ড্রাগস ইন্সপেক্টর তার বিরুদ্ধে একটি মামলা ও করেন উদয়পুর কোর্ট এ । এখন ওই জালিয়াত বাচ্চু আবার এইসব কীর্তি কাণ্ড শুরু করেছে । অতি শীঘ্রই উদয়পুর মহকুমার সাংবাদিকরা রাধা কিশোর পুর থানায় ওই ভুয়া সাংবাদিকের বিরুদ্ধে মামলা করবেন বলে জানা গেছে।

Related Articles

যোগাযোগ রেখো

82,829ভক্তমত
834অনুগামিবৃন্দঅনুসরণ করা
1,320গ্রাহকদেরসাবস্ক্রাইব

সাম্প্রতিক প্রবন্ধসমূহ