26.1 C
Agartala
Friday, July 26, 2024
- Advertisemet -spot_img

পুজোর আগেই শুরু বাজি পটকার পাচার

শ্যামলী ত্রিপুরা,বিশালগড় প্রতিনিধি: পুজার ঠিক আগে অবৈধ বাজি পটকার পাচার শুরু হয়ে গেছে। শুক্রবার এমনই পাচার আটকাতে সাফল্য পায় বিশালগড় পুলিশ। নতুন ওসির নেতৃত্বে ইন্সপেকটার সুমন উল্লা কাজির সফল অভিযান । গোপন খবরের ভিতিত্তে বুলেরো গাড়িকে ধাওয়া করে উদ্ধার প্রচুর পরিমাণ নিষিদ্ধ বাজি পটকা। ঘটনা বিশালগড় থানাধীন রঘুনাথপুর এলাকায়। ঘটনার বিবরণে জানা যায় শুক্রবার সন্ধ্যায় সিপাহীজলা জেলা পুলিশের গোয়েন্দা শাখার কাছে গোপন সূত্রে খবর আসে রাজধানী থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ বাজি পটকা নিয়ে TR07C1860 নম্বরের বুলেরু গাড়িটি বাংলাদেশে পাচারের জন্য বিশালগড় হয়ে কলমচৌড়া থানাধীন রহিমপুর সীমান্ত এলাকায় নিয়ে যাওয়া হবে। গাড়িটিকে বিশালগড় মূল সড়ক দিয়ে না গিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল বিশালগড় অক্ষয় চৌমুহনি এলাকার রাস্তা দিয়ে। বিশালগড় থানার পুলিশ অক্ষয় চৌমুহনি এলাকায় গাড়িটিকে ধাওয়া করলে গাড়িটিকে ঘুরিয়ে নিয়ে আসা হয় রঘুনাথপুর রেল ব্রিজ সংলগ্ন এলাকায়। পুলিশ সেখানে এসে গাড়িটিকে আটক করলেও গাড়ির চালক ঘটনাস্থল থেকে গা ঢাকা দিয়ে ফেলে। পরে গাড়ি সহ বাজিগুলিকে নিয়ে আসা হয় বিশালগড় থানায় বলে জানান বিশালগড় থানার ওসি বাদল চন্দ্র সাহা।

Related Articles

যোগাযোগ রেখো

82,829ভক্তমত
834অনুগামিবৃন্দঅনুসরণ করা
1,320গ্রাহকদেরসাবস্ক্রাইব

সাম্প্রতিক প্রবন্ধসমূহ