31 C
Agartala
Wednesday, October 4, 2023
- Advertisemet -spot_img

৪ বছর পর সিপিআইএম’র পার্টি অফিস খুলল

শ্যামলী ত্রিপুরা, নিজস্ব প্রতিনিধি: ২০১৮ সালের বিধানসভা নির্বাচনে BJP/IPFT জোট সরকার প্রতিষ্ঠা হওয়ার পর শাসক দলের ধারাবাহিক লাগামহীন সন্ত্রাসের ফলে CPI(M) বিশ্রামগঞ্জ জেলা এবং অঞ্চল অফিস প্রায় সাড়ে ৪ বছর বন্ধ থাকার পর আজ প্রথম শাসক দলের ভয়,সন্ত্রাস,রক্তচক্ষুকে উপেক্ষা করে সিপাহীজলা জেলা কমিটি এবং সিপিআইএম বিশ্রামগঞ্জ অঞ্চল অফিসের সামনের ও ভিতরে আবর্জনা পরিষ্কার করেন সিপিআইএ কর্মী সমর্থকরা, খুব শীঘ্রই অফিসের ভাঙা দরজা, জানালা,চেয়ার, টেবিল মেরামত করে পার্টি অফিসে পার্টির কাজ চলবে বলে জানায় কর্মী সমর্থকরা

Related Articles

যোগাযোগ রেখো

82,829ভক্তমত
834অনুগামিবৃন্দঅনুসরণ করা
1,320গ্রাহকদেরসাবস্ক্রাইব

সাম্প্রতিক প্রবন্ধসমূহ