36 C
Agartala
Thursday, July 25, 2024
- Advertisemet -spot_img

২৯শে আস্তাবলে প্রদ্যুৎ!

আসছে ২০২৩ বিধানসভার ঘন্টার আওয়াজ। তার আগেই ঠিক নিজেদেরকে শক্তপোক্ত করে তুলতে চাইছে প্রত্যেকটি রাজনৈতিক দল। তিপ্রা মথাও অনেক আগে থেকেই ময়দানে ঝাপিয়ে পড়েছে। ৩৫ টি আসনে লড়াই করার ডাকও দিয়েছেন প্রদ্যুৎ। তার দাবি জনজাতিদের ২০ টি আসন তার দখলেই যাবে। শাসক দল কিংবা অন্য কোনো বিরোধী দল কিছু করতে পারবে না। এডিসি দখলের পর তার আত্মবিশ্বাস যেন অনেকটাই বেড়েছে। ফলে প্রদ্যুৎ এবার সমতলেও পা বসাতে চাইছে। তাই একেবারে ৩৫ টি আসনে প্রতিদন্ধিতা করার চ্যালেঞ্জ নিচ্ছে প্রদ্যুৎ। তার আত্মবিশ্বাস বাড়ার কারণ হচ্ছে আইপিএফটির ভাঙণ এবং মথাতে গমণ। আইপিএফটিতে বর্তমানে এনসি দেব্বর্মা সমেত হাতে গোনা কয়েকজন নেতা সহ আর কেউই নেই। আইপিএফটির প্রায় অনেকেই চলে গেছেন মথাতে। খবর তো এও দীপাবলীর পর তিপ্রা মথাতে শামিল হবেন মেবার কুমার জমাতিয়াও। ফলে সবদিক থেকেই মজবুত মথা। যার জেরে চিন্তার ভাজ শাসক দলেও।

খবরে জানা গেছে, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ২৯ অক্টোবর বিজেপিকে বড় চ্যালেঞ্জ দিতে চলেছেন স্বামী বিবেকানন্দ ময়দান থেকে। ইতিমধ্যেই নীরবে প্রচারও চালিয়ে যাচ্ছেন তিপ্রা মথার কার্যকর্তারা। বিশাল পরিমাণ জনজাতিদের শামিল করে এক দৃষ্টান্ত স্থাপন করতে চাইছেন প্রদ্যুৎ। আগামী ২১ অক্টোবর আস্তাবলেই সমাবেশ করতে চলেছে সিপিআইএম।

ফলে সবমিলিয়ে বলা যেতেই পারে, ২৩ এর ডঙ্কা বাজার আগেই ময়দানে তিপ্রা মথা এবং সিপিআইএম।

Related Articles

যোগাযোগ রেখো

82,829ভক্তমত
834অনুগামিবৃন্দঅনুসরণ করা
1,320গ্রাহকদেরসাবস্ক্রাইব

সাম্প্রতিক প্রবন্ধসমূহ