চড়িলাম প্রতিনিধি
চড়িলাম ব্লক যুব কংগ্রেসের পূর্ণাঙ্গ কমিটি গঠিত হলো রবিবার রাত্রি সাড়ে সাতটায় বিশ্রামগঞ্জ ননজলা স্থিত নাথুং বাজার এলাকার এক কংগ্রেস কর্মীর বাসভবনে ইয়থ জড়ো বুথ জড়ো সাংগঠনিক প্রোগ্রামের মধ্যে। এই সাংগঠনিক কর্মসূচিতে উপস্থিত ছিল গোলাঘাটী বিধানসভা কমলা সাগর বিধানসভা এবং চড়িলাম বিধানসভা কেন্দ্রের যুব কংগ্রেস কর্মীরা। এই সাংগঠনিক কর্মসূচিতে উপস্থিত ছিল সর্বভারতীয় যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা ত্রিপুরা রাজ্যের প্রদেশ যুব কংগ্রেসের ইনচার্জ এসান আহমেদ খান এবং সিপাহীজলা জেলা যুব কংগ্রেসের সহ-সভাপতি সমরজিৎ ভট্টাচার্য চরিলাম ব্লক যুব কংগ্রেসের ওয়ার্কিং প্রেসিডেন্ট লিটন ধর। সাংগঠনিক কর্মসূচি শেষ করে সর্বভারতীয় যুব কংগ্রেস নেতা এসান আহমেদ খান বলেন ত্রিপুরা রাজ্যে হু হু করে বাড়ছে বেকারের সংখ্যা। শাসক দল ৬০ হাজার বেকার কে সরকারি চাকরি দেওয়ার ঘোষণা করেছিল। কিন্তু বিজিবি সরকারের প্রায় পাঁচ বছরের শাসনকালে সরকারি শিক্ষক বাদে অন্যান্য দপ্তরে নিয়োগ প্রায় শূন্য। যার ফলে রাজ্যের বেকাররা হতাশ হয়ে কাজের জন্য বিদেশ পাড়ি দিচ্ছে। রাহুল গান্ধীর নেতৃত্বে সারাদেশে যুব কংগ্রেস ইয়থ জড়ো বুথ জড়ো কর্মসূচি হাতে নিয়েছে। ত্রিপুরা রাজ্যের সাইটটি বিধানসভা কেন্দ্রের বিভিন্ন বুথেও চলছে এই কর্মসূচি। এই কর্মসূচিতে প্রত্যেক বুতে পাঁচ জন সক্রিয় যুবকর্মীকে চিহ্নিত করতে হবে। ভূতের প্রত্যেক নাগরিক এর কাছে যেতে হবে তাদের বিভিন্ন সমস্যাগুলি নিয়ে যুব কংগ্রেস প্রদেশ কংগ্রেস মাঠে নামতে হবে। সাংগঠনিক কর্মসূচি শেষে চরিলাম ব্লক যুব কংগ্রেসের ওয়ার্কিং প্রেসিডেন্ট লিটন ধর চরিলাম ব্লক যুব কংগ্রেসের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন। ১৯ জন কে নিয়ে গঠিত হয় চরিলাম ব্লক যুব কংগ্রেস কমিটি। সভাপতি হলেন শহিদুল মিয়া এবং ওয়ার্কিং প্রেসিডেন্ট লিটন ধর তিনজনকে নিয়ে গঠিত হয় সহ-সভাপতি অভিজিৎ চৌধুরী জাহাঙ্গীর আলম নব জিৎ দেবনাথ এবং দুইজনকে নিয়ে গঠিত হয় সাধারণ সম্পাদক তন্ময় দত্ত শংকর দত্ত। এই ব্লক যুব কংগ্রেস কমিটি বিধানসভা কেন্দ্রের সমস্ত কংগ্রেস কর্মীদের নিয়ে বিধানসভা নির্বাচনে ঝাঁপিয়ে পড়বে বলে সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন নেতৃত্বরা।
