26 C
Agartala
Tuesday, June 18, 2024
- Advertisemet -spot_img

বাইক ও বাইসাইকেল মুখোমুখি সংঘর্ষ

উওর জেলার পানিসাগর মহকুমার অন্তর্গত জ্বলাবাসা বাজার সংলগ্ন এলাকায় গতকাল রাএিতে ঘটে যায় এক যান দূর্ঘটনা।ঘটনার বিবরণে জানা যায় যে,গতকাল রাএিতে আনুমানিক দশটা নাগাদ জলাবাসা বাজার থেকে পূর্ব রৌয়া গ্রামের বাসিন্দা মৃত মধু নাথ এর পয়তাল্লিশ বর্ষিয়া পুএ প্রমেশ নাথ বাইসাইকেলে চেপে বাড়িতে যাবার পথে বীপরিত দিক থেকে আসা জলাবাসা বড় বাড়ি এলাকার বাসিন্দা শচিন্দ্র নাথ এর পয়এিশ বর্ষিয়া পুএ গনেশ নাথ টি,আর,০৫ এ,৮৭৯৮ নম্বরের বাইক নিয়ে প্রচন্ড গতিতে বাইসাইকেল আরোহীকে আঘাত করলে ঘটনা স্থলেই বাইসাইকেল আরোহী রাস্তার পাশে ছিটকে পড়ে।দূর্ঘটনার শব্দে ছুটে আসে আশপাশ এলাকার লোকজন এবং তড়িঘড়ি একটি ইরিক্সা করে আহত অবস্থায় জলাবাসা প।রাথমিক হাসোতালে নিয়ে যাওয়া হয় আহত প্রমেশ কে।দূর্ঘটনার খবর পেয়ে জলাবাসা হাসপাতালে পৌছায় পানিসাগর থানার পুলিশ এবং দূর্ঘটনা স্থল থেকে দূর্ঘটনা গ্রস্থ বাইক ও বাইসাইকেলটিকে নিয়ে আসে পানিসাগর থানার হেফাজতে।হাসপাতাল সুএে জানানো হয় যে,প্রাথমিক চিকিৎসার পর আহত প্রমেশ কে উন্নত চিকিৎসার জন্য পাটিয়ে দেওয়া হবে ধর্মনগর স্থিত জেলা হাসপাতালে।এই নিয়ে পানিসাগর থানা একটি দূর্ঘটনা জনিত মামলা নিয়ে তদন্ত কার্য অব্যাহত রেখেছে।

Related Articles

যোগাযোগ রেখো

82,829ভক্তমত
834অনুগামিবৃন্দঅনুসরণ করা
1,320গ্রাহকদেরসাবস্ক্রাইব

সাম্প্রতিক প্রবন্ধসমূহ