29 C
Agartala
Friday, March 29, 2024
- Advertisemet -spot_img

BGMI Comeback: 2023 জানুয়ারিতে নয়া অবতারে দেশে কামব্যাক করতে পারে BGMI, মিলল বিশেষ ইঙ্গিত

BGMI Unban Date: গত জুলাই মাসের শেষ দিকে ভারতে ব্যাটলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া বা BGMI ব্যান করা হয়। দেশের গুগল প্লে স্টোর এবং অ্যাপল অ্যাপ স্টোর থেকে গেমটিকে রাতারাতি সরিয়ে দেওয়া হয়। অভিযোগ, গোপনে ভারতীয়দের তথ্য চিনে প্রেরণ করছিল অ্যাপটি। সেই নিরাপত্তা সংক্রান্ত কারণেই গেমটি দেশে ব্যান করা হয়। তারপর থেকে ভারতে BGMI-এর কামব্যাক নিয়ে একাধিক জল্পনা শোনা গিয়েছে। সেই সব জল্পনা আরও বাড়তে থাকে, যখন BGMI পাবলিশার সংস্থা Krafton ইঙ্গিত দেয়, গেমটিকে শীঘ্রই দেশে ফিরিয়ে নিয়ে আসা হবে।কিন্তু তারপরেও BGMI ভক্তদের মনে অনিশ্চয়তা রয়েছে গেমটির কামব্যাক নিয়ে। তার কারণ হল, এখনও পর্যন্ত ভারত সরকার বা Krafton-এর তরফে গেমের কামব্যাক নিয়ে অফিসিয়ালি কিছুই ঘোষণা করা হয়নি। তার থেকেও বড় দুশ্চিন্তার বিষয়টি হল, কেন্দ্রের ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রকের তরফে এই বিষয়টাও জানানো হয়নি যে, BGMI আদৌ ফিরবে কি না।সূত্রের খবর, BGMI ভারতে ফিরবে 2023 সালের জানুয়ারি মাস নাগাদ। Krafton ইতিমধ্যেই একটি ইউটিউব চ্যানেল খুলেছে, যার নাম ‘ক্রাফটন প্লেয়ার সাপোর্ট’। গত 29 সেপ্টেম্বর সেই চ্যানেলটি তৈরি করা হয়। এখন সেই চ্যানেল থেকেই নতুন-নতুন ভিডিয়ো আপলোড করা হচ্ছে, যা গেমের কামব্যাকের বিষয়ে যথেষ্টই ইঙ্গিতবহ। তবে সেই ভিডিয়োগুলি এখনও চ্যানেলে দেখা যাচ্ছে না। অর্থাৎ সেগুলি পাবলিকের জন্য আনলিস্টেড করা রয়েছে। যদিও প্লেয়াররা চাইলে BGMI ওয়েবসাইটের সাপোর্ট সেকশন থেকে ভিডিয়োগুলি দেখতে পেতে পারেন।সাইট থেকে জানা গিয়েছে, ভিডিয়োগুলি অনেক আগেই আপলোড করা হয়েছিল। কীভাবে কোনও BGMI প্লেয়ার বন্ধুদের অ্যাড এবং ব্লক, অ্যাকাউন্ট আনলিঙ্ক এবং তা ডিলিট করতে পারেন— জরুরি সেই বিষয়গুলিই ভিডিয়ো আকারে তুলে ধরা হয়েছে। এখনও পর্যন্ত BGMI কামব্যাক নিয়ে ক্রাফটনের তরফে অফিসিয়ালি কিছু জানানো হয়নি। তবে সংস্থার সাম্প্রতিকতম কার্যকলাপ তেমনই ইঙ্গিত দিচ্ছে।এদিকে কয়েক দিন আগে জনপ্রিয় ইউটিউবার টেকনিক্যাল গুরুজি থুড়ি গৌরব চৌধুরী ইঙ্গিত দিয়েছিলেন যে, চলতি বছরের শেষ দিকেই BGMI কামব্যাক করতে পারে। তাঁর কথায়, “আজকের জন্য এই খবরটা আমার সবথেকে প্রিয়। দীর্ঘ সময় ধরে BGMI কামব্যাকের অপেক্ষায় বসেছিলাম আমরা। এখন আমাদের কাছে একটা ডেটও রয়েছে। 2022 সালের শেষ দিকে ফ্রেশ অবতারে ফিরতে পারে ব্যাটলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া।”

Related Articles

যোগাযোগ রেখো

82,829ভক্তমত
834অনুগামিবৃন্দঅনুসরণ করা
1,320গ্রাহকদেরসাবস্ক্রাইব

সাম্প্রতিক প্রবন্ধসমূহ