32 C
Agartala
Saturday, July 27, 2024
- Advertisemet -spot_img

যাত্রী সেজে গাঁজা পাচার!

১৭ ডিসেম্বর :- বিহারের মহিলারা যাত্রী সেজে গাঁজা পাচারে অব্যাহত রয়েছেন। এবার ত্রিপুরার গাঁজা ব্যবসায়ীরা বহিঃরাজ্যে গাঁজা পাচার ও বিক্রি করতে পারছে না তাতে অবশ্য চীনের প্রাচীর হয়ে দাঁড়িয়েছেন আসাম চুরাইবাড়ি ফাঁড়ির ইনচার্জ নিরঞ্জন দাস। মোটা অংকের বিনিময়ে ত্রিপুরা পুলিশকে ম্যানেজ করলেও আসাম পুলিশ অত্যন্ত তৎপর গাঁজা ধরপাকড় কাণ্ডে। গতকাল রাতে ত্রিপুরা থেকে গুয়াহাটি গামী একটি নৈশ বাসে অভিযান চালিয়ে ছয় যাত্রী সেজে বসা মহিলার ব্যাগ থেকে ছোট ছোট পয়ত্রিশটি প্যাকেটে মোট তেইশ কেজি নয়শো গাঁজা জব্দ করতে সক্ষম হয় পুলিশ। তবে গাঁজার পরিমাণ কম হলেও অভিনব কায়দায় বিহারের মহিলারা গাঁজা পাচার করছে। কিছুটা নিজেদের শরীরে কাপড়ের ভিতর জড়িয়ে আবার কিছুটা নিজেদের লাগেজে করে নিয়ে যাচ্ছিল। তবে ধৃত মহিলারা জানায় তারা গাঁজা কাণ্ডে কিছুই জানে না। তাদের পেছনে পাচারকারী মূল নায়ক রয়েছে। তারা শুধু অল্প টাকার বিনিময়ে এ কাজ করছেন। ধৃত ছয় মহিলার নাম গুড়িয়া দেবী(৪০), সনি দেবী(৩৫), সীতা দেবী (৪২), সুনিতা দেবী (৪৮),রবিতা দেবী(৩৫),এবং পিংকু দেবী(৩০)। তাদের প্রত্যেকের বাড়ি বিহারে। পুলিশ ধৃত ছয় মহিলার বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা গ্রহণ করেছে। (কদমতলা থেকে ভানু চন্দের প্রতিবেদন)।

Related Articles

যোগাযোগ রেখো

82,829ভক্তমত
834অনুগামিবৃন্দঅনুসরণ করা
1,320গ্রাহকদেরসাবস্ক্রাইব

সাম্প্রতিক প্রবন্ধসমূহ