30 C
Agartala
Saturday, March 23, 2024
- Advertisemet -spot_img

নিয়ন্ত্রণ হারিয়ে দূর্ঘটনার কবলে কয়লা বোঝাই ট্রাক

শ্যামলী ত্রিপুরা প্রতিনিধি, পানিসাগর,২৬ শে ডিসেম্ব।। রাএি আনুমানিক সাতটা নাগাদ উওর জেলার পানিসাগর মহকুমার অন্তর্গত আসাম আগরতলা আট নং জাতীয় সড়কের দশেরকুঠি এলাকায় বহিরাজ্য থেকে রাজ্যে প্রবেশের মুখে টি,আর,০১ এ,ইউ ১৫০১ নম্বরের কয়লা বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দূর্ঘটনার কবলে পরে।দূরৃঘটনার বিকট শব্দে ছুটে আশে আশপাশ এলাকার লোকজন।তড়িঘড়ি খবর পাটানো হয় পানিসাগর ফায়ার সার্ভিসে।খবর পেয়ে পানিসাগর ফায়ার সার্ভিসের কর্মীরা দূর্ঘটনা স্হলে পৌছালেও লরিটির চালক ও সহচালক কাউকে না পেয়ে ফিরে আসে।দূর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পানিসাগর থানার পুলিশ।বর্তমানে কয়লা বোঝাই দূর্ঘটনা গ্রস্ত লরিটি পানিসাগর থানার প্রহরায় রয়েছে।ধারনা করা হচ্ছে দূর্ঘটনার ফলে ঘাবরে গিয়ে গাড়ি ছেড়ে পালিয়ে যায়।তবে গাড়িটিতে চালক সহ সহচালক ছিলো কিনা তা সংবাদ সংগ্রহ পর্যন্ত সঠিকভাবে বলা সম্ভব হয়নি।রাজ্যে প্রবেশের ক্ষেএে পন্য বাহি লরি গুলি নির্ধারিত পন্যের চাইতে অতিরিক্ত পন্য বহন করতে গিয়ে প্রায়শয়ই জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে দূর্ঘটনার স্বীকার হচ্ছে।এই নিয়ে শুভবুদ্ধি সম্পন্ন জনগনের অভিযোগ অতিরিক্ত পন্যবাহী লরি গুলি রাজ্যে প্রবেশের ক্ষেএে এত প্রসাশনিক তোরজোর থাকা সত্বেও কি করে পুলিশি প্রহরাকে বৃদ্ধাঙুল দেখিয়ে রাজ্যে সরকারি শুল্ক ফাঁকি দিয়ে প্রবেশ করছে।এই নিয়ে গোটা উওর জেলা জোরে তীব্র গুঞ্জন চলছে।

Related Articles

যোগাযোগ রেখো

82,829ভক্তমত
834অনুগামিবৃন্দঅনুসরণ করা
1,320গ্রাহকদেরসাবস্ক্রাইব

সাম্প্রতিক প্রবন্ধসমূহ