26.1 C
Agartala
Thursday, April 25, 2024
- Advertisemet -spot_img

অস্ত্রোপচারে বিশেষ সাফল্য অর্জন করলো শান্তির বাজার জেলা হাসাপাতলের চিকিৎসকরা

শ্যামলী ত্রিপুর প্রতিনিধ, ২৮শে ডিসেম্বর।।বর্তমানে শান্তির বাজার জেলা হাসাপাতলে চিকিসা পরিষেবার অনেক উন্নতি হয়েছে। অস্ত্রোপচারে বর্তমান সময়ে বিশেষ সাফল্য অর্জন করছে শান্তির বাজার জেলা হাসাপাতালের চিকিৎসকরা। বর্তমান সময়ে শান্তির বাজার জেলা হাসপাতালের চিকিৎসক ডাক্তার অজয় পাল, ডাক্তার বিনয় দেবনাথ, ডাক্তার সৌরভ লোধ, ডাক্তার শান্তুনু দাস , এম এস ডাক্তার জে এস রিয়াং এর যৌথ উদ্দ্যোগে শান্তির বাজার জেলা হাসাপাতের চিকিৎসার ব্যাপক উন্নয়ন ঘটেছে। বিগত কিছুদিন যাবৎ শান্তির বাজার জেলা হাসাপাতলে চিকিৎসকদের উদ্দ্যোগে জটিল অস্ত্রোপচারে বিশেষ সাফল্য অর্জন করেছে। কিছুদিনপূর্বে পায়ে ঘা নিয়ে এক মমুর্ষরুগি রাজ্যের বিভিন্ন জায়গায় ঘুরে কোনোপ্রকার সঠিক চিকিৎসানাপেয়ে শান্তির বাজার জেলা হাসাপাতালে এসে সঠিক পরিষেবা পান। এই অস্ত্রোপচারে শরিরের অনত্রথেকে মাংসকেটে পায়ে লাগিয়ে এই অস্ত্রোপচারে সাফল্য অর্জন করলো। এই পরিষেবা সম্পূর্ন বিনামূল্যে করাহয়েছে বলে জানান চিকিৎসক অজয় পাল। অপরদিকে ডাক্তার বিনয় দেবনাথের অক্লান্ত প্রচেষ্টায় বিশ্রামগঞ্জের এক শিশু অস্ত্রোপচারে বিশেষ সাফল্য অর্জন করে। জানাযায় শিশুটি দুর্ঘটনায় হাত ভাঙ্গার পর বোনাজি চিকিৎসার করেছিলো কিন্তু এই বোনাজি চিকিৎসায় কোনোপ্রকার সারানাপেয়ে অবশেষে শান্তির বাজার জেলা হাসাপাতলে চিকিৎসা করান। এতেকরে বর্তমান সময়ে সঠিক চিকিৎসা পরিষেবা পেয়ে শিশুটি বর্তমানে সুস্থরয়েছে। শিশুটির পরিবারের লোকজন শান্তির বাজার জেলাা হাসাপাতালে এইধরনের চিকিৎসা পরিষেবা পেয়ে খোবই আনন্দিত। শিশুর পরিবারের লোকজনর সকলের উদ্দেশ্যে একটি বার্তা প্রাদানকরেন যদি কারোর এমনহয়েথাকে তারাযাতেকরে শুধুমাত্র বোনাজি চিকিৎসার পিছনে ছুটাছুটি নাকরে শান্তির বাজার জেলা হাসপাতালে এসে সঠিক চিকিৎসা পরিষেবা গ্রহনকরে। শান্তির বাজার জেলা হাসাপাতালের চিকিৎসক অজয় পাল জানান সকলধরনের অস্ত্রপচার বিনামূল্যে সরকারিভাবে করানোহচ্ছে। এতেকরে রুগির আত্মীয় পরিজনর খোবই উপকৃত হচ্ছেন। বিগতদিনে সকল প্রকারে অস্ত্রোপচারে সাফল্য অর্জন করেছেন চিকিৎসকরা। যারমধ্যে পায়ে অনত্র থেকে মাংস লাগিয়ে সার্জারি, হাড় ভেঙ্গে যাওয়ায় বিশেষ অস্ত্রোপচার, ছোট শিশুর চোখের পাশে আগুনে পুরে যাওয়া অংশটুকু সারিয়ে তোলা, হার্নিয়ার অস্ত্রোপচার এগুলি রয়েছে। পরবর্তীসময় গলব্লাডার স্টোনের অস্ত্রোপচার থেকে অন্যান্য জটিল রোগের অস্ত্রোপচারের পরিকল্পনা রয়েছে। বর্তমান সময়ে প্রতিনিয়ত শান্তির বাজার জেলা হাসাপাতলে সিজার করানো হচ্ছে। চিকিৎসকদের মূল লক্ষ্য লোকজনদের সঠিকভাবে চিকিৎসা পরিষেবা প্রদানকরা এবং এজ জি এম সি তে রুগির পরিমান কমানো। এককথায় বলাচলে বিগত দিনের তুলনায় বর্তমান সময়ে শান্তির বাজার জেলা হাসপাতালের চিকিৎসা পরিষেবার ব্যাপক উন্নয়ন হয়েছে। এই পরিষেবা গ্রহন করারজন্য দক্ষিন জেলার লোকজনদের পাশাপাশি রাজ্যের বিভিন্নপ্রান্ত থেকে লোকসমাগম ঘটছে। শান্তির বাজার জেলা হাসাপাতলের চিকিৎসকদের অক্লান্ত পরিশ্রমের দ্রুততার সহিত রোগথেকে মুক্তি পাচ্ছে রুগিরা। এতেকরে রুগি ও রুগির আত্মীয় পরিজন খোবই আনন্দিত।

Related Articles

যোগাযোগ রেখো

82,829ভক্তমত
834অনুগামিবৃন্দঅনুসরণ করা
1,320গ্রাহকদেরসাবস্ক্রাইব

সাম্প্রতিক প্রবন্ধসমূহ