28.3 C
Agartala
Saturday, April 13, 2024
- Advertisemet -spot_img

৭৮ তম জনশিক্ষা দিবস উদযাপন

শ্যামলী ত্রিপুরা প্রতিনিধ, ২৮শে ডিসেম্বর।।সকাল এগারো ঘটিকায় উওর জেলার অন্তর্গত পানিসাগর বিধানসভার জনজাতি অধ্যুষিত চন্দ্র হালাম পাড়ায় সি,পি,আই,এম গন সংঘটন গন মুক্তি পরিষদের চন্দ্র হালাম পাড়া অঞ্চল কমিটির উদ্দ্যোগে অনুষ্ঠিত হয় ৭৮ তম জনশিক্ষা দিবস উদযাপন অনুষ্ঠান। অনুষ্টানটি অনুষ্ঠিত হয় চন্দ্র হালাম পাড়া স্থিত গন মুক্তি পরিষদের বরিষ্ট নেতৃত্ব কমঃ দেব চান মানিক মহাশয়ের বাড়িতে।দিনটিকে যথাযত মর্যাদায় সহিত উদযাপন করতে গিয়ে অনুষ্ঠানের শুরুতেই দলীয় সংঘটনের পতাকা উওোলনের মাধ্যমে অনুষ্ঠানে শুভ শুচনা করেন সংঘটনের মহিলা নেএী।এছাড়াও উপস্থিত ছিলেন পানিসাগর সি,পি,আই,এম মহকুমা কমিটির বরিষ্ঠ নেতৃত্ব কমঃ অবনী দে মহাশয়।এছাড়াও উপস্থিত ছিলেন কমঃঅজিত দাস,কমঃকুম সুখ তাং হালাম সহ অন্যান্য সমর্থকেরা।আসন্ন বিধানসভা নির্বাচনকে গিড়ে রাজ্যের প্রতিটি বিধানসভা এলাকার জনজাতি অধ্যুষিত বুথে বুথে অনুষ্ঠিত হতে চলেছে জন শিক্ষা দিবস উদযাপন অনুষ্ঠান।এরই অঙ্গ হিসেবে পানিসাগর বিধানসভার অন্তর্গত জনজাতি অধ্যুষিত চন্দ্র হালাম পাড়ায় জন শিক্ষা দিবস কে গিড়ে সি,পি,আই,এম সমর্থিত গন মুক্তি পরিষদের সমর্থকদের মধ্যে উৎসাহের বাতাবরন পরিলক্ষিত হয়।

Related Articles

যোগাযোগ রেখো

82,829ভক্তমত
834অনুগামিবৃন্দঅনুসরণ করা
1,320গ্রাহকদেরসাবস্ক্রাইব

সাম্প্রতিক প্রবন্ধসমূহ