24 C
Agartala
Thursday, March 28, 2024
- Advertisemet -spot_img

একগুচ্চ উন্নয়নমুখী কর্মজ্ঞের শুভ শুচনা

শ্যামলী ত্রিপুরা প্রতিনিধি, পানিসাগর,৩১শে ডিসেম্বর।।বিগত ২৯ এবং ৩০শে ডিসেম্বরে উওর জেলার পানিসাগর মহকুমার অন্তর্গত বিভিন্ন জায়গায় একগুচ্চ উন্নয়নমুখী কর্মজ্ঞের শুভ শুচনা করলেন পানিসাগর বিধানসভার মাননীয় বিধায়ক বিনয় ভুষন দাস নহাশয়।এরই অঙ্গ হিসেবে প্রথমেই বিগত ২৯ তারিখে শুভ শুচনা করেন জলাবাসা স্থিত পুর্ব জলাবাসা গ্রাম পঞ্চায়েতের নবনির্মিত পাকা গৃহের।গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের শুচনার পর একই এলাকার কুঞ্জনগর স্থিত পরিশ্রুত পানীয় জলের গভীর নলকূপের শুচনা করেন।পর পর দুটি শুচনা পর্ব শেষে চলে যান জলাবাসা স্থিত দ্বাদশমান বিদ্যালয়ের নবনির্মিত ১০০ শয্যা বিশিষ্ট মাল্টিপারপাস পাকা ভবনের।পরদিন তথা ৩০ শে ডিসেম্বর সকালে পুনরায় একই উদ্যেশ্যে চলেযান পানিসাগর মহকুমার জনজাতি অধ্যুষিত দামছড়া স্থিত নরেন্দ্র নগরে আর,ডি,দপ্তরের সাবডিভিশনাল অফিসারের নবনির্মিত পাকা গৃহের দ্বারোদঘাটন অনুষ্ঠানে।দুদিন ব্যাপী পর পর বেশ কয়েকটি উন্নয়ন মুলক প্রকল্পের শুচনা কল্পের মাধ্যমে গোটা পানিসাগর মহকুমা চসে বেড়িয়েছেন মাননীয় বিধায়ক।পাশাপাশি উনার সাথে উপস্থিত ছিলেন প্রতিটি দপ্তরের আধিকারিক সহ দপ্তরের কর্মী বৃন্ধরা।এতে করে পানিসাগর মহকুমার বিভিন্ন এলাকার জনগনের বিগত দিন গুলোর বিভিন্ন সমস্যার স্থায়ী সমাধান হলো বলে মনে করছেন তথ্য বিজ্ঞমহল।মাননীয় বিধায়কের হাত ধরে পর পর বেশ কটি উন্নয়ন মুলক প্রকল্পের শুভ শুচনার মধ্য দিয়ে গোটা পানিসাগর মহকুমা জোরে উৎসাহ পরিলক্ষিত হয়।

Related Articles

যোগাযোগ রেখো

82,829ভক্তমত
834অনুগামিবৃন্দঅনুসরণ করা
1,320গ্রাহকদেরসাবস্ক্রাইব

সাম্প্রতিক প্রবন্ধসমূহ