33 C
Agartala
Friday, April 12, 2024
- Advertisemet -spot_img

শারদ সম্মান ও দুঃস্থদের শীতবস্ত্র প্রধান অনুষ্ঠান

শ্যামলী ত্রিপুরা প্রতিনি, পানিসাগ, ১ জানুয়ারি।। ৩১শে ডিসেম্বর দুপুর দুই ঘটিকায় উওর জেলার পানিসাগর বিবেকানন্দ মুক্ত মঞ্চে অনুষ্ঠিত হয় পানিসাগর নগর পঞ্চায়েতের উদ্যোগে শারদ সন্মান প্রদান এবং নগর পঞ্চায়েত এলাকার গরীব দুস্থদের মধ্যে অনুষ্ঠিত হয় শীতবস্ত্র প্রদান অনুষ্টান।উক্ত অনুষ্ঠানের শুভ শুচনা করেন পানিসাগর বিধানসভা বিধায়ক বিনয় ভুষন দাস।এছাড়াও উপস্থিত ছিলেন পানিসাগর নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারম্যান ধনন্জয় দেব নাথ,পানিসাগর নগর পঞ্চায়েতের এক্সিকিউটিভ অফিসার তথা মহকুমা শাসক সুভাষ আচার্যী,ডেপুটি কালেক্টর প্রদিপ সরকার,বিশিষ্ট সমাজ সেবি বিবেকানন্দ দাস এবং সুব্রত কুমার নাথ সহ অন্যান্য বিশিষ্ট জনেরা।উক্ত অনুষ্ঠান কে কেন্দ্র করে পানিসাগর নগর পঞ্চায়েত এলাকার দূর্গাপূজা উদ্যোক্তা দের মধ্য থেকে প্রথম পুরুস্কার প্রদান করা হয় পানিসাগর সূর্য সেন পাড়া মহিলা সার্বজনিন পুজাকমিটিকে।এদের কে ট্রফি সহ নগদ দশ হাজার টাকা প্রদান করা হয়।দ্বিতীয় পুরুস্কার প্রদান করা হয় পানিসাগর ব্রাদার্স ক্লাব কে।তাদেরকেও ট্রফি সহ নগদ সাত হাজার টাকা ও তৃতীয়
পুরুস্কার প্রদান করা হয় দীলদয়াল সামাজিক সংস্থা কে।তাদের কে ট্রফি সহ নগদ পাঁচ হাজার টাকা প্রদান করা হয় নগর পঞ্চায়েত দপ্তর থেকে।এছাড়াও পানিসাগর সরকারি ইংলিশ মিডিয়াম স্কুলকে প্রদান করা হবে খেলা ধূলা সামগ্রি।তৎসঙ্গে প্রদান করাহয় পানিসাগর নগর পঞ্চায়েত এলাকার মোট তেরোটি ওয়ার্ড থেকে কুড়ি জন করে গরীব অংশের জনগন কে মোট ২৬০ জনকে কম্বল প্রদান।এদের প্রত্যেকের হাতে পুরুস্কার এবং শীতবস্ত্র প্রদান করেন উপস্থিত অথিতিগন।

Related Articles

যোগাযোগ রেখো

82,829ভক্তমত
834অনুগামিবৃন্দঅনুসরণ করা
1,320গ্রাহকদেরসাবস্ক্রাইব

সাম্প্রতিক প্রবন্ধসমূহ