24.5 C
Agartala
Wednesday, October 4, 2023
- Advertisemet -spot_img

পৌষ মেলা কে কেন্দ্র করে প্রস্তুতি সভা

শ্যামলী ত্রিপুরা প্রতিনিধি, পানিসাগর, ৩ জানুয়ারি।।তেসরা জানুয়ারী উওর জেলার পানিসাগর মহকুমার শাসকের কার্যালয়ের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয় পশ্চিম পানিসাগর শ্রীশ্রী গোপাল কৃষ্ণ সেবাশ্রম (ঠিনের আখরা)প্রাঙ্গনে আসন্ন পানিসাগর মহকুমা ভিওিক আটতম পৌষ মেলা কে কেন্দ্র করে প্রস্তুতি সভা।উক্ত প্রস্ততি সভায় সভাপতিত্ব করেন উওর জেলার মাননীয় জেলা সভাধিপতি ভবতোষ দাস।এছাড়াও উপস্থিত ছিলেন মেলা পরিচালন কমিটির কনভেনার পানিসাগর মহকুমা শাসক সুভাষ আচার্যী,জয়েন্ট কনভেনার পানিসাগর সমষ্টি উন্নয়ন আধিকারিক নবব্রত দও,গোপাল কৃষ্ণ সেবা শ্রমের বর্তমান সেবক চিও রঞ্জন নাথ,উওর এিপুরা জেলা পরিষদ সদস্যা মৌসুমি দেব নাথ,কাউন্সিলার সুব্রত কুমার নাথ,মেলা পরিচালন কমিটির বরিষ্ঠ সদস্য অনিল চন্দ্র নাথ সহ অন্যান্য বিশিষ্ট জনেরা।আসন্ন মেলাটিকে সর্বার্থ সার্থক করে তোলার জন্য উক্ত সভায় উপস্থিত ছিলেন পানিসাগর মহকুমার বিভন্ন সরকারি দপ্তর গুলো।এর মধ্যে উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস,পুলিশ,ডি,ডব্লুিউ,এস,ফিসারি,পি,ডব্লুিউ,ডি, বিদ্যুৎ,আই,সি,ডি,এস, আর,ডি,সাবডিভিশন,আই,সি,ও,কৃষি দপ্তর,কৃষি বিজ্ঞান কেন্দ্র,আর,সি,পি,ই,এিপুরা স্পোর্টস স্কুল,এ,আর,ডি,ডি,সি,ডি,পি,ও,এন,ই,আর,এল,পি,মহকুমা পুলিশ আধিকারিক,ওয়াটার রিসোর্স,স্বাস্থ্য বিভাগ,নগর পঞ্চায়েত,এিপুরা গ্রামীন ব্যাংক,এস,বি,আই দপ্তর গুলোর আধিকারিক সহ পাশাপাশি মহকুমার প্রতিটি গ্রাম পঞ্চায়েতের প্রধান, পঞ্চায়েত সচিব থেকে শুরু করে পানিসাগর নগর ও গ্রাম পঞ্চায়েত এলাকার সকল ক্লাব,এন,জি,ও এর প্রতিনিধিগন।সকলের সম্মিলিত আলোচনা ক্রমে আসন্ন ২১,২২,২৩ এবং ২৪ শে জানুয়ারি চার দিন ব্যাপী আসন্ন পৌষমেলার দীনক্ষনের সিদ্ধান্ত গৃহীত হয়।উক্ত প্রস্তাতি সভায় বিগত বৎসরের হিসাব নিকাশ সহ পুর্নাঙ্গ কমিটির বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।সর্বোপরি আলোচনা ক্রমে বিগত বৎসরের ন্যায় এবারও মোট ১১৭ জনকে নিয়ে পুর্নাঙ্গ কমিটি গঠনকরা হয়।এছাড়া গঠন করা হয় বিভিন্ন ধরনের সাব কমিটি।তবে পুন্যার্থীদের সমাগমের বিষয়টি মাথায় রেখে এবারে অন্যান্য বৎসরের চাইতে মেলার দিনক্ষন কিছুটা পরিবর্তন করে কিছুটা পিছিয়ে উওর জেলার আরেকটি ঐতিহ্য বাহী প্রত্যেকরায় পৌষ মেলার একদিন পরবর্তীতে উক্ত মেলাটি শুরুর আয়োজন করাহয়।এবারেও বিগত দিন গুলোর ন্যায় প্রায় দুই লক্ষাধিক টাকার বাজেট নির্ধারন করে মেলা পরিচালন কমিটি মেলার আয়োজন হাতে নিয়েছে।উক্ত মেলাকে কেন্দ্র করে বিগত দিনগুলোর ন্যায় এবারও রাজ্য,বহি রাজ্য তথা দেশ বিদেশের শিল্পীদের দ্ধারা চারদিন ব্যাপী মেলার সাংস্কৃতিক মঞ্চে পরিবেশিত হবে নানান ধরনের সাংস্কৃতিক পরিবেশনা।

Related Articles

যোগাযোগ রেখো

82,829ভক্তমত
834অনুগামিবৃন্দঅনুসরণ করা
1,320গ্রাহকদেরসাবস্ক্রাইব

সাম্প্রতিক প্রবন্ধসমূহ