29 C
Agartala
Monday, April 15, 2024
- Advertisemet -spot_img

অত্যাধুনিক বৈদ্যুতিক শ্মশানঘাটের শিলান্যাস

শ্যামলী ত্রিপুরা প্রতিনিধি, পানিসাগর, ১০ জানুয়ারি||দশই জানুয়ারী সকাল এগারো ঘটিকায় অনুষ্টিত হয় উওর জেলার পানিসাগর মহকুমার বহুপ্রতিক্ষিত অত্যাধুনিক বৈদ্যুতিক শ্মশান ঘাটের শুভ শিলান্যাশ অনুষ্টান।উক্ত শুভ শিলান্যাশ পর্বটির শুভ শুচনা করেন পানিসাগর বিধানসভার মাননীয় বিধায়ক বিনয় ভুষন দাস।এছাড়াও উপস্থিত ছিলেন পানিসাগর নগর পঞ্চায়েতের চেয়ারম্যান অনুরাধা দাস,ভাইস চেয়ারম্যান ধনঞ্জয় দেব নাথ,শ্মশান ঘাটের ভূমি দাতা রত্নজিৎ পুরকায়স্থ,পানিসাগর বিশিষ্ট সমাজ সেবি ধনন্জয় দাস,পানিসাগর নগর পঞ্চায়েত ডেপুটি এক্সিকিউটিভ অফিসার প্রদিপ সরকার সহ অন্যান্য বিশিষ্ট জনেরা।পানিসাগর নগর পঞ্চায়েতের পক্ষ থেকে জানানো হয় যে,উক্ত আধুনিক মান সম্পন্ন বৈদ্যুতিক শ্মশান ঘাটটি তৈরি করতে মোট খরছ হবে এক কোটি দশ লক্ষ টাকা।কাজটি নির্মানের সময়সীমা নির্ধারণ করা হয়েছে চার মাস।কাজটির বরাৎ দেওয়া হয় তেলিয়ামুড়া এলাকার প্রতিষ্ঠিত ঠিকেদার সংস্থাকে।শুভ শিলান্যাস পর্ব শেষে মাননীয় বিধায়ক জানা যে,এটি নির্মান হলে শুধুমাএ পানিসাগর নগর পঞ্চায়েত এলাকার তেরোটি ওয়ার্ডের জনগন ই উপকৃত হবেন না,বরং আশপাশ এলাকা সহ গ্রামীন এলাকার লোকজন ও উপকৃত হবেন।এতোদিন পানিসাগর নগর পঞ্চায়েত সহ আশপাশ এলাকার লোকজন রেল লাইনের পাশে উন্মুক্ত স্থানে অবৈজ্ঞানিক ভাবে মৃত দেহ সৎকার করতে হতো।পানিসাগর নগর পঞ্চায়েত দপ্তর কতৃক অত্যাধুনিক মান সম্পন্ন বৈদ্যুতিক শ্মশান ঘাট নির্মানের পরিকল্পনা নেওয়ায় পানিসাগর নগর পঞ্চায়েত সহ আশপাশ গ্রামীন এলাকায় আপামর জনগন পানিসাগর নগর পঞ্চায়েত দপ্তরকে স্বাধুবাদ জানিয়েছেন।

Related Articles

যোগাযোগ রেখো

82,829ভক্তমত
834অনুগামিবৃন্দঅনুসরণ করা
1,320গ্রাহকদেরসাবস্ক্রাইব

সাম্প্রতিক প্রবন্ধসমূহ