বুর্জ খলিফার আদলে বুড়ির ঘর

0
129
বুর্জ খলিফার আদলে বুড়ির ঘর
বুর্জ খলিফার আদলে বুড়ির ঘর

শ্যামলী ত্রিপুরা প্রতিনিধি, পানিসাগর, ১৪ জানুয়ারি||প্রতিবছর মকর সংক্রান্তির ঠিক আগের দিন রাতের পিকনিককে কেন্দ্র করে কচিকাচাদের আনন্দ উচ্ছ্বাস পরিলক্ষিত হয়। চাষিরা ক্ষেতের ফসল কেটে বাড়িতে নিয়ে যাওয়া পর থেকে কচিকাঁচা থেকে শুরু করে ঘরের ঘর তৈরি করতে মাঠে খড় কাঁটাতে ব্যস্ত থাকে। মকর সংক্রান্তির আগের রাতে ঘরের ঘর তৈরি করে সারারাত পিকনিকের আয়োজন করা এক পরম্পরা দীর্ঘ বৎসর যাবৎ চলে আসছে। এই ঘরের ঘর বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত। কোথাও মেরামেরি ঘর, ভুলাবলি ঘর, কোথাও আবার বুড়ির ঘর। মূলত পিকনিককে কেন্দ্র করে ঘরের ঘর তৈরির নমুনা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম তৈরি করে উপস্থাপন করা হয়। ঠিক তেমনি পানিসাগর মহাকুমার অন্তর্গত জ্বলাবাসা বাজার এলাকায় এক পিকনিক আয়োজকরা ভুস খলিফার আদলে খড়ের ঘর তৈরি করল। তাদের সাথে কথা বলে জানা যায় যে বিগত দুর্গাপূজায় আগরতলায় দুর্গা মন্ডপ ও ধর্মনগরে কালীপূজায় মন্ডপ তৈরি হয়েছিল ভুজ খলিফা।সেই পূজা মণ্ডপ গুলি দেখেই আকর্ষিত হয়ে পড়ে এই পিকনিক আয়োজক কচিকাঁচারা সহ অভিভাবক। এবারের মকর সংক্রান্তির পিকনিকের রাতে ভুজ খলিফাকেই কর দিয়ে উপস্থাপন করার চেষ্টা করেছেন। ওরা আরো জানান আজকের রাতে ভুজ খলিফার মিউজিক এর মাধ্যমে আজকের পিকনিক তার আয়োজন করতে যাচ্ছে।