30 C
Agartala
Saturday, April 20, 2024
- Advertisemet -spot_img

মুরগি খামারের শিলান্যাস করলেন মন্ত্রী ও বিধায়ক

শ্যামলী ত্রিপুরা প্রতিনিধি, পানিসাগর,১৩ই জানুয়ারী|| বিকাল চার ঘটিকায় পানিসাগর টাউনহলে অনুষ্ঠিত হয় জেলা মুরগির খামারে নতুন মুরগির ঘর,হেচারী ঘর,খাদ্য গুদাম,শ্রমিক বিশ্রামাগার এবং উচ্চ ক্ষমতা সম্পন্ন জলাধার এর শিলান্যাস অনুষ্টান।অনুষ্টানের শুরুতেই জেলা মুরগি খামারে গিয়ে রাজ্য প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী ভগবান চন্দ্র দাস ফলক উন্মোচন করেন।খামারে স্থান সংকুলানের কারনে মুল অনুষ্টানটি অনুষ্ঠিত হয় পানিসাগর টাউন হলে।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানিসাগর বিধানসভার বিধায়ক বিনয় ভুষন দাস,সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সভাধিপতি ভবতোষ দাস,পানিসাগর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সঞ্জয় দাস,বিশিষ্ট সমাজসেবী বিবেকানন্দ দাস,প্রানী সম্পদ বিকাশ দপ্তরের ডেপুটি ডিরেক্টর রাধেশ্যাম দাস সহ অন্যান্য বিশিষ্ট জনেরা।জেলা মুরগি খামারটিকে একগুচ্ছ পরিকল্পনা নিয়ে আধুনিকি করনের অঙ্গ হিসেবে আজকের এই অনুষ্টানটি বাস্তবায়িত হয়।এতে মোট ব্যায় নির্ধারন করা হয়েছে এক কোটি চোয়াল্লিশ লক্ষ টাকা।সময় সীমা নির্ধারণ করা হয়েছে এক বৎসর। উক্ত মহতী অনুষ্টানকে কেন্দ্র করে মহকুমার চোয়াল্লিশ জন বেনিফিসিয়ারিদের মধ্যে প্রদান করা হয় উন্নত প্রজাতির শূকরের ছানা। প্রানী সম্পদ বিকাশ দপ্তর কতৃক কতৃক এই ধরনের কর্মসূচি বাস্তবায়ন করায় স্বাধুবাদ জানিয়েছে এলাকার শুভবুদ্ধি সম্পন্ন জনগন।

Related Articles

যোগাযোগ রেখো

82,829ভক্তমত
834অনুগামিবৃন্দঅনুসরণ করা
1,320গ্রাহকদেরসাবস্ক্রাইব

সাম্প্রতিক প্রবন্ধসমূহ