32 C
Agartala
Saturday, July 27, 2024
- Advertisemet -spot_img

একমাত্র স্ত্রীরোগ বিশেষজ্ঞ চিকিৎসক বদলি স্থগিতের দাবি সিপিআইএম’র

শ্যামলী ত্রিপুরা প্রতিনিধি, পানিসাগর,১৭ই জানুয়ারি, দুপুর বারো ঘটিকায় উওর জেলার পানিসাগর সি,পি,আই,এম মহকুমা কমিটির উদ্দ্যোগে পানিসাগর মহকুমা স্বাস্থ্য আধিকারিকের নিকট এক প্রতিনিধি মুলক ডেপুটেশন প্রদান করা হয়।উক্ত ডেপুটেশনে প্রতিনিধিত্ব করেন সি,পি,আই,এম মহকুমা কমিটির সম্পাদক কমঃ অজিত দাস,কমঃ শুভেন্দু দাস,কমঃ দীপক রঞ্জন দাস,কমঃ করুন চন্দ্র নাথ,কমঃ অনন্ত দাস, কমঃ উজ্জল নাথ,কমঃ শংকর লাল দাস সহ অন্যান্য নেতৃত্বগন।ডেপুটেশনের মুলত দাবি হলো পানিসাগর মহকুমা হাসপাতালের একমাএ স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডঃ শুভকরন চৌধুরী কে বদলির প্রতিবাদ জানিয়ে।প্রতিবাদ কারিরা জানান বিগত বৎসর খানেক পূর্বে তৎকালীন মূখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এর হাতধরে সামাজিক স্বাস্থ্য কেন্দ্রটিকে মহকুমা হাসপাতালে উন্নিত করা হয়।জন্মলগ্ন থেকেই ধর্মনগর জেলা হাসপাতাল থেকে ডেপুটেশনে চিকিৎসকদের এনে পারটাইম করে চিকিৎসা সেবা প্রদান করা হতো।এখনো মেডিসিনের ডক্টরদের দিয়ে হাসপাতাল চলছিলো।বর্তমান অব্দি এখনো পানিসাগর মহকুমার জনগন শিশু বিশেষজ্ঞের কোন স্বাদ পায়নি।ধর্মনগর জেলা হাসপাতাল থেকে স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাঃশুভকরণ চৌধুরীকে পারটাইম করে চিকিৎসা পরিষেবা প্রদান করা হতো।উনার পরিষেবায় ও,পি,ডি তে প্রত্যহ তিন থেকে চার শতাধিক মায়েরা বোনেরা চিকিৎসা পরিষেবা পেত।অথচ বিকল্প ব্যাবস্থা না করে ডক্টর শুভকরনকে বদলি করানোর নির্দেশিকা জারি করার পরপরই পানিসাগর মহকুমার সুভবুদ্ধি সম্পন্ন জনগন ক্ষোভে ফেটে পড়েন।এরই প্রতিবাদে সি,পি,আই,এম পানিসাগর মহকুমা কমিটির উদ্দ্যোগে তীব্র প্রতিবাদ জানানো হয়।এই মর্মে আজ মহকুমা স্বাস্থ্য আধিকারিক ডঃ সঞ্চয়িত চাকমার নিকট প্রতিনিধি মুলক ডেপুটেশন প্রদান করতে এসে উনাকে না পেয়ে কর্তব্যরত চিকিৎসক ডঃ কল্লোল বিশ্বাস এবং ডঃ সঞ্জয় দাস এর নিকট ডেপুটেশন প্রদান করা হয়।জানা গেছে বর্তমান মহকুমা স্বাস্থ্য আধিকারিক কে নাকি ঊনকোটি জেলার পেচারথলে বদলি করা হয়েছে।পানিসাগর বাসির বহু আকাঙ্খিত মহকুমা হাসপাতাল পেলেও মহকুমা হাসপাতালের পরিষেবার স্বাধ এখনো পায়নি।জন্ম লগ্ন থেকেই এক্সরে মেসিন,ই,সি,জি মেশিন,চক্ষু পরিক্ষার মেশিন,আনা হলেও সেগুলো নাকি পরিচালকের অভাবে বিকল হয়ে আছে।বর্তমানে ল্যাব টেকনিশিয়ান দুজন থাকা সত্বেও সঠিক ভাবে জনগন পরিষেবা পাচ্ছেনা।সিজারিয়ান ডেলিভারিতো দূরের কথা,প্রয়োজনীয় পরিকাটামোর কারনে কখনো কখনো প্রসূতি মায়েরা প্রসবকালীন সময়ে জীবনের ঝুকি নিয়ে পারি দিতে হয় জেলা হাসপাতালে।হাসপাতালে অক্সিজেন পরিষেবা থাকা কালীন অবস্থায় বিগত প্রায় দুই মাস পূর্বে একজন মুমূর্ষু গৃহবধু বিনা অক্সিজেনের কারনে মৃত্যুর কোলে ডলে পরার অভিযোগ শুনা গেছে।মাঝে মধ্যে চিকিৎসকদের পরামর্শ মোতাবেক ডিসপেনসারিতে গিয়েও সরকারি ঔষধ না পেয়ে হতাশাগ্রস্ত হয়ে ফিরছেন সাধারন জনগন।এরই পরিপ্রেক্ষিতে বিকল্প ব্যাবস্থা না করে বর্তমান স্ত্রীরোগ বিশেষজ্ঞ কে বদলি রদ করার আহবান জানানো হয় বর্তমান স্বাস্থ্য মন্ত্রী তথা চিকিৎসক মুখ্যমন্ত্রী মানিক সাহার নিকট।পাশাপাশি পানিসাগর মহকুমার বিশাল পরিমান গরিব অংশের জনগনের বিষয়টি মাথায় রেখে হাসপাতালটির আনুষাঙ্গিক বিষয়ের দিকে নজর দিয়ে থমকে পড়া পরিষেবা প্রদান করে মহকুমার বাসিকে পরিষেবা প্রদানের।অন্যতায় সি,পি,আই,এম দলের পক্ষ থেকে নয়,পানিসাগর বাসির সার্বিক পরিস্থিতির বিষয়টি মাথায় রেখে পথে নামে আন্দোলনের আবাস পরিলক্ষিত হয়।

Related Articles

যোগাযোগ রেখো

82,829ভক্তমত
834অনুগামিবৃন্দঅনুসরণ করা
1,320গ্রাহকদেরসাবস্ক্রাইব

সাম্প্রতিক প্রবন্ধসমূহ