25.4 C
Agartala
Friday, April 19, 2024
- Advertisemet -spot_img

জিরো ভায়োলেন্স যেন এক জীবন্ত টিটকারী!

শ্যামলী ত্রিপুরা প্রতিনিধি, পানিসাগর ৩ ফেব্রুয়ারি||বিশাল গড় মহিলা মোর্চার সম্পাদিকার বাড়িতে গভীর রাতে বোমা মারা হয়। অল্পেতে প্রাণে বাঁচলেন পরিবারের সদস্য। সংবাদে প্রকাশ বিশালগড় থানা দিন গৌতম নগর ২ নং এলাকার মহিলা মোর্চার নেত্রীর বাড়িতে গতকাল শুক্রবার গভীর রাতে একদল দুষ্কৃতিকারী রাত্রি আনুমানিক বারোটার সময় মহিলা মোর্চার নেত্রীর বাড়িতে পেট্রল বোম মারা হয়। শনিবারে সকালে সংবাদ মাধ্যমের কাছে বিস্তারিত জানান মহিলা মোর্চার নেত্রী। তিনি জানান উনি বিজেপি দল করেন এবং মহিলা মোর্চার সম্পাদিকা আর উনার স্বামী কৃষ্ণ চন্দ্র দাস সিপিআইএম এর সমর্থক এবং গতকাল সিপিআইএমের স্কোয়ার্ডিং এ বের হয়েছিল। এরপর বাড়িতে এসে খাওয়া দাওয়া করে শুয়ে থাকেন হঠাৎ রাত্রি আনুমানিক বারোটার সময় মহিলা মোর্চার নেত্রী কৃষ্ণচন্দ্র দাসের স্ত্রী হঠাৎ বিকট শব্দ পেয়ে গড়ের দরজা খুলে দেখতে পায় আগুনের লেলিহান শিখা তারপর আতঙ্ক হয়ে এলাকার লোকজনকে ফোন করে ফোন করার সঙ্গে সঙ্গে মানুষ জড়ো হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে খবর পাঠায় বিশালগড় থানায় ঘটনাচলে ছুটে আসে বিশালগড় থানা পুলিশ। যদিও কে বা কারা পেট্রোল বোম ছোরছে মহিলা মোর্চার নেত্রী উনি বিজেপি করার সুবাদে শাসক দলের নাম বলতে চাই না। সেটা জলের মতো পরিষ্কার কে আপনার বাড়িতে পেট্রোল পেট্রোল বোম ছুড়ছে। উনার স্বামী সিপিএমের যাবার পর রাত্রিবেলা বোমা মারা হয়। কোথায় পুলিশ প্রশাসন কোথায় নির্বাচন কমিশন তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু হলো।

Related Articles

যোগাযোগ রেখো

82,829ভক্তমত
834অনুগামিবৃন্দঅনুসরণ করা
1,320গ্রাহকদেরসাবস্ক্রাইব

সাম্প্রতিক প্রবন্ধসমূহ