27 C
Agartala
Monday, March 27, 2023
- Advertisemet -spot_img

ভোট প্রচার তুঙ্গে

শ্যামলী ত্রিপুরা প্রতিনিধি, চরিলাম ৬ ফেব্রুয়ার||প্রচারে তারকা প্রচারক না থাকলেও ভোট প্রচারে পিছিয়ে নেই কংগ্রেস বামফ্রন্ট জোটের প্রার্থীরা। 19 চরিলাম কেন্দ্রে সোমবার সকাল ন’টা থেকে বামফ্রন্ট কংগ্রেস জুটের প্রার্থী তথা কংগ্রেস মনোনীত প্রার্থী অশোক দেববর্মার সমর্থনে রোড শো করে প্রচার করেন। ১৯ চরিলাম বিধানসভার ১৭ নম্বর বুথ তথা আড়ালিয়া এবং খামারবাড়ি এলাকায় রোড শো করে বিভিন্ন পদ পরিক্রমণ করে এবং শেষে চরিলাম মধ্যপাড়া এসে রোড সো শেষ হয়। আজকের এই প্রচারে কংগ্রেস সমর্থক ছাড়াও সিপিআইএমের সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয় বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মহিলা কর্মী সমর্থকরা ও ফুল এবং মালা দিয়ে প্রার্থীকে শুভেচ্ছা জানিয়েছেন আজকের এই রোড শোতে। নির্বাচন নির্বাচন উত্তর সময়ে কোনরকম অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে তার জন্য সমগ্র রাজ্যের পাশাপাশি চড়িলাম এর এই রোড শোতেও হয়েছে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে মোতায়েন করা হয়েছে প্রচুর সংখ্যক আধা সাময়িক বাহিনী। সবমিলিয়ে নির্বাচনের যে আর খুব বেশি দেরি নয় তা সহজেই বোঝা যাচ্ছে।

Related Articles

যোগাযোগ রেখো

82,829ভক্তমত
834অনুগামিবৃন্দঅনুসরণ করা
1,320গ্রাহকদেরসাবস্ক্রাইব

সাম্প্রতিক প্রবন্ধসমূহ