23.5 C
Agartala
Tuesday, March 26, 2024
- Advertisemet -spot_img

রাস্তার ভগ্নদশায় অটোতে মহিলার সন্তান প্রসব, ঘটনা তেলিয়ামুড়ায়

শ্যামলী ত্রিপুরা প্রতিনিধি,তেলিয়ামুড়া ২১ ফেব্রুয়ারি||যাতায়াতের একমাত্র রাস্তাটি ভগ্ন দশা কারণে এক গর্ভবতী মায়ের প্রসব অটো রিক্সাতে। ঘটনার তেলিয়ামুড়া মহকুমা স্বাস্থ্য দপ্তরের অধীন দুস্কি এলাকায় মঙ্গলবার রাতে। জানা গেছে,তেলিয়ামুড়া লালটিলা এলাকা থেকে দুষ্কি এলাকাস্থিত দুখাই জমাদার পাড়াতে যাওয়া একমাত্র রাস্তাটুকু দীর্ঘদিন ধরে বেহাল ভগ্নদশা পরিণত হয়ে রয়েছে। এলাকাবাসীর তরফ থেকে বারবার রাস্তাটির সংস্কারের দাবি জানিয়ে থাকলেও সংশ্লিষ্ট দপ্তর কোন প্রকার পদক্ষেপ গ্রহণ করেনি। দুখাই জমাদার এলাকার গর্ভবতী মহিলা স্বপ্না দেববর্মা প্রসব যন্ত্রণা কাতর হলে বাড়ির লোকেরা চিকিৎসার জন্য তেলিয়ামুড়া মহকুমার হাসপাতালে নিয়ে আসার জন্য স্থির করে। যথারীতি বাড়ির লোকেরা গর্ভবতী মহিলার স্বপ্না দেববর্মাকে অটো রিক্সা যোগে তেলিয়ামুড়া মহকুমার হাসপাতালে নিয়ে আসার পথে রাস্তায় অটো রিক্সার মধ্যে ফুটফুটে একটি পুত্রসন্তানের জন্মদিন। সদ্যজাত পুত্র সন্তান সহ মাকে তেলিয়ামুড়া মহকুমার হাসপাতালে নিয়ে আসে। জানা গেছে , স্বপ্না দেবী গর্ভে জন্ম দেওয়া পুত্র সন্তানের গর্ভাবস্থায় ৬ মাস অতিক্রান্ত হয় । তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসলে হাসপাতালের চিকিৎসক মা এবং সন্তানকে উন্নত চিকিৎসার জন্য জিবিপি হাসপাতালে স্থানান্তরিত করে দেয়। কারণ সদ্য জন্ম দেওয়া পুত্র সন্তানটি অপরিপক্ক হওয়ার কারণে জিবি হাসপাতালে প্রেরণ করে দেয় বলে জানান হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক।
এদিকে অভিযোগ, যাতায়াতের রাস্তাটি ভগ্নাংশের হওয়ার কারণে, অটো রিসকা যোগে নিয়ে আসার পথে অপরিপক্ক ছয় মাসের পুত্র সন্তান জন্ম দিয়েছে। তবে আত্মীয় পরিজনদের মধ্য থেকে দাবি উঠেছে সংশ্লিষ্ট দপ্তর যেন রাস্তাটি সংস্কারের জন্য প্রয়োজনের পদক্ষেপ গ্রহণ করেন।

Related Articles

যোগাযোগ রেখো

82,829ভক্তমত
834অনুগামিবৃন্দঅনুসরণ করা
1,320গ্রাহকদেরসাবস্ক্রাইব

সাম্প্রতিক প্রবন্ধসমূহ