36 C
Agartala
Friday, July 26, 2024
- Advertisemet -spot_img

পানিসাগর মহকুমা জুরে চুরি অব্যাহত, ব্যর্থ স্বনামধন্য পুলিশ বাবুর

শ্যামলী ত্রিপুরা প্রতিনিধি, পানিসাগর ২৭ ফেব্রুয়ারি।।গতকাল গভীর রাতে উওর জেলার পানিসাগর মহকুমার অন্তর্গত জলাবাসা বড়বাড়ি এলাকায় চুরি কান্ড সংঘটিত হয়।জানা গেছে বিগত কিছু ধরে রাতের আধারে জলাবাসা এলাকা জোরে বিভিন্ন ধরনের চুরি কান্ড সংঘটিত হচ্ছে। প্রতিরাতেই কোন না কোন জায়গা থেকে টুকটুকের ব্যাটারি, বাইক অথবা গাড়ির মুল্যবান সামগ্রী চুরি হচ্ছে।এরই ফলশ্রুতিতে গতকাল রাএিতে বাড়ির সামনপ রাস্তায় দার করিয়ে রাখা একটি ট্রিপার গাড়ির পেছনের দুটি চাকা খোলে নিয়ে যায় চোরের দল।
প্রতিদিনের ন্যায় গতকাল সন্ধ্যায় বড়বাড়ি এলাকার দীপক দেবের বাড়ির সামনে JCB ও দুটি ট্রিপার গাড়ি রাখে চালকেরা নিজ নিজ বাড়িতে চলে যায়।আস সকাল হতেই চালকেরা এসে দেখতে পায় কেউরি গ্রামের মিঠু নাথের ট্রিপার গাড়িটির দুটি চাকা নেই।অনেক খোঁজা খোজি করেও চুরি কান্ডের কোন কিনারা করতে না পেরে আজ ২৭ ফেব্রুয়ারী বিকাল চার ঘটিকায় পানিসাগর থানার দারস্থ হয়ে একটি চুরি কান্ডের মামলা রুজু করা হয়।অভিযোগ পেয়ে পানিসাগর থানার পুলিশ ঘটনা স্হলে পৌছায় এবং চুরি কান্ডের বিষয়ে তদন্ত জারি রেখেছে বলে জানিয়েছেন।অপর দিকে জলাবাসা এলাকায় পর পর চুরি কান্ডে অতিষ্ট হয়ে স্থানীয় এলাকার লোকজন বাড়ি ঘড় থেকে দোকানে লাগানে সি,সি,টিভির ফুটেজ যাচাই করে কিছুটা আাবাস পেয়েছেন বলে জানিয়েছেন।এই নিয়ে পানিসাগর পুলিশের স্মরনাপন্ন হয়েছেন।তদন্তের সার্থে এখনে কিছু বলতে নারাজ পানিসাগর থানার পুলিশ।এলাকাবাসিদের পক্ষ থেকে জানানো হয় যে,চুরি কান্ডে অভিযুক্ত চোরেরা অতিসত্বর পুলিশের জালে পাকরাও হবে।পর পর চুরি কান্ডের ঘটনায় জলাবাসা এলাকা জোরে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

Related Articles

যোগাযোগ রেখো

82,829ভক্তমত
834অনুগামিবৃন্দঅনুসরণ করা
1,320গ্রাহকদেরসাবস্ক্রাইব

সাম্প্রতিক প্রবন্ধসমূহ