36 C
Agartala
Friday, July 26, 2024
- Advertisemet -spot_img

একের পর এক চুরি পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন?

শ্যামলী ত্রিপুরা প্রতিনিধি, পানিসাগর ২৭ ফেব্রুয়ারি।।সাম্প্রতিক কালে বিগত ভিধানসভা নির্বাচনের প্রাক্কাল থেকে নির্বাচন পরবর্তী সময়েও গোটা উওর জেলা জোরে কোথাও না কোথাও প্রতিনিয়ত রাতের অন্ধকারে চুরি কান্ড সংঘটিত হচ্ছে।একের পর এক চুরি কান্ডের ফলে সর্বশান্ত হচ্ছেন সাধারণ জনগন থেকে দরিদ্র অংশের জনগন।পুকুরের মাছ থেকে শুরুকরে, ঠাকুর ঘরের আসবাব পএ এমনকি টুকটুকের ( ইরিক্সা)ব্যাটারি চুরি করে নিচ্ছে একদল চোরের দল।অতচ প্রতিটি ক্ষেএেই নিজ নিজ এলাকার পুলিশে খবর দিলেও পুলিশ নির্বিকার।প্রতিদিন চুরি কান্ডের অভিযোগ থাকা সত্বেও উওর জেলার পুলিশ শীতঘুমে।বিগত কিছু পুর্বে থেকে পানিসাগর মহকুমা থেকে মোট আটটি দামি দামি বাইক চুরি হলেও একটিরও কোন কিনারা করতে পারেনি পানিসাগর থানার পুলিশ।পানিসাগর নগর পঞ্চায়েত কতৃক পানিসাগর বাজার এলাকায় জনবহুল স্থানে মোট ষেলটি স্বয়ংক্রিয় অত্যাধুনিক সি,সি,ক্যামেরা বসানো হলেও এগুলির কোন সুফল পানিসাগর নগর এলাকার লোকজন সহ আশপাশ এলাকার লোকজন পেয়ে উটেনি।এরই ফলশ্রুতিতে গতকাল রাএিতে পানিসাগর মহকুমার দুটি এলাকায় পরপর দুটি চুরি কান্ড সংঘটিত হয়।জলাবাসা এলাকায় গতকাল রাএিতে দাড়িয়ে থাকা গাড়ি থেকে দুটি টায়ার খোলে নেয় চোরের দল।পাশাপাশি গতকাল রাএি আনুমানিক আটটা নাগাদ পানিসাগর সরকারি রেগুলেটেড মার্কেট থেকে পানিসাগর নগর এলাকার পাঁচ নং ওয়ার্ডের বাসিন্দা রানু দাস এর টি,আর,০৫ সি,৬৯২৯ নম্বরের পালসার ১৫০ সি,সি বাইকটি লক ভেঙে চুরি করে নিয়ে যায় চোরেরা।ঘটনার পরপরই বিষয়টি জানানো হয় পানিসাগর থানায়, কিন্ত চুরি কান্ডের প্রায় চব্বিশ ঘণ্টা অতিবাহিত হলেও পানিসাগর থানার পুলিশ এখনো চুরি হওয়া বাইকটির কোন হদিস বের করতে পারেনি।বিগত ২৫ শে ফেব্রুয়ারী জলাবাসা থেকে দুটি টুকটুকের ব্যাটারি চুরি করে নিয়ে যায় চোরের দল,সে ক্ষেত্রেও পানিসাগর থানার পুলিশ ধৃতরাষ্ট্রের ভূমিকায় অবতীর্ণ।রাতের পর রাত গোটা উওর জেলা জোরে কোন না কোন জায়গায় বিক্ষিপ্ত ভাবে চুরি কান্ড সংঘটিত হলেও প্রতিটি ক্ষেএে গোটা উওর জেলার পুলিশ প্রশাসন নির্বিকার।রাষ্ট্রপতি কালার্স প্রাপ্ত পুলিশের দায়বদ্বতা নিয়ে একরাশ ক্ষোভ উগরে দেন গোটা উওর জেলা সহ পানিসাগর মহকুমার জনগন।

Related Articles

যোগাযোগ রেখো

82,829ভক্তমত
834অনুগামিবৃন্দঅনুসরণ করা
1,320গ্রাহকদেরসাবস্ক্রাইব

সাম্প্রতিক প্রবন্ধসমূহ