38 C
Agartala
Tuesday, June 6, 2023
- Advertisemet -spot_img

সামাজিক ন্যায় অধরা

শ্যামলী ত্রিপুরা প্রতিনিধি,পানিসাগর,২৪ মার্চ।।দীর্ঘ ২৫ বছরের রামামলের উন্নয়ন কর্মযজ্ঞের ঢক্কানিনাদ সেই 2018 সালে উতরে গেছেন। পরে সবকা সাথ সবকা বিকাশ ও সবকা বিশ্বাস এর পাঁচ বছর পেরিয়ে এখন রাজ্যবাসী উন্নত ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরার যুগে রাজ্যবাসী প্রবেশ করেছেন। পাশাপাশি সংবিধানের ১৪ নং ধারায় আইনের চোখে সমতারনীতির গ্যারান্টি থাকলেও উত্তর জেলার পানিসাগর মহকুমার দাম ছাড়া ব্লকের হিংস্কাঙ ভিলেজ কমিটির মুসলিম পাড়ার প্রয়াত ফয়জুল হকের দৃষ্টিহীন প্রতিবন্ধী আবুল কালাম বেঁচে থাকলেও বাম- রাম সব আমলের সামাজিক নিয়ে প্রকল্পের কোন সুবিধা জুটি নিয়ে তার কপালে। প্রতিবাদী কলম কে কাছে পেয়ে কান্নায় ভেঙ্গে পড়ে আবুল কালাম। জানান, বিগত ২৭ বছর ধরে তিনি নানা রকম শারীরিক জটিলতায় ভুগছেন। শরীরের অস্থি গুলি এবং হাত পায়ের সবকটি আঙ্গুল দুমড়ে মরে গেছে। পিঠের মেরুদন্ড ধনুকের মতো বাঁকা হয় কু৺জো হয়ে গেছেন। একটি চোখের দৃষ্টিশক্তি ১০০% বিনষ্ট। অপর চোখের দৃষ্টিশক্তি ৮০ শতাংশ চলে গেছে। এমতাবস্থায় পিতৃ প্রদত্ত এক চিলতে জমিতে সবজি চাষ করে পাঁচ সদস্যের পরিবারের গ্রাসাচ্ছাদন করতেন কিন্তু চোখ থেকেও পৃথিবী অন্ধকারাচ্ছন্ন হওয়ায় চলাফেরায় অক্ষম হয়ে পড়েছেন। জানান সপ্তম শ্রেণী পড়ুয়া নাবালক ছেলে শ্রম বিক্রি করে পরিবারের সদস্যের ক্ষুন্নিবৃত্তি জোগাতে গিয়ে তার পড়াশোনায় ইতি ঘটছে। বামামল ও রামামলে অনেক আবেদন নিবেদন করে জুটেনি দিব্যাঙ্গজন প্রকল্পের ভাতা। এমতাবস্থায় শারীরিক ও দিব্যাঙ্গজন(দৃষ্টিহীন ) আবুল কালাম নতুন সরকারের সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিংকু রায় এবং পানিসাগর বিধানসভার বিধায়ক বিনয় ভূষণ দাস দাস মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে আর্জি জানাচ্ছেন তিনি যেন তদন্ত সাপেক্ষে তাকে সামাজিক নিয়ে প্রদান করে তিন দশকের বঞ্চনার অবসান ঘটানসখমখ

Related Articles

যোগাযোগ রেখো

82,829ভক্তমত
834অনুগামিবৃন্দঅনুসরণ করা
1,320গ্রাহকদেরসাবস্ক্রাইব

সাম্প্রতিক প্রবন্ধসমূহ