28 C
Agartala
Wednesday, March 22, 2023
- Advertisemet -spot_img

পানিসাগরে বিজয় উৎসবে

শ্যামলী ত্রিপুরা প্রতিনিধি|| পানিসাগর, ১১ মার্চ ||দুপুর এক ঘটিকায় উওর জেলার পানিসাগর বি,জে,পি মন্ডলের উদ্দ্যোগে পানিসাগরে অনুষ্ঠিত হয় রাজ্য তথা পানিসাগর বিধানসভায় দ্বিতীয় বারের মতো ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্টা কে কেন্দ্র করে বিজয় উৎসব।উক্ত বিজয় উৎসবকে ঘিরে পানিসাগরে অনুষ্ঠিত হয় সুবিশাল বিজয় মিছিল।উক্ত রেলিতে উপস্থিত ছিলেন পানিসাগর বিধানসভার মাননীয় বিধায়ক বিনয় ভুষন দাস মহাশয় সহ ওনার সহধর্মিণী।মিছিল টি পানিসাগর মোটরস্ট্যান্ড থেকে শুরু হয়ে পানিসাগর রেল স্টেশন সংলগ্ন আসাম আগরতলা জাতীয় সড়ক হয়ে পরিক্রমা করে পানিসাগর বিবেকানন্দ মুক্ত মঞ্চে এসে সমাপ্তি ঘোষনা করা হয়।বিজয় মিছিলকে কেন্দ্র করে পানিসাগর বাজার চত্বর সহ আশপাশ এলাকার মোতায়েন ছিলো কঠোর নিরাপওা বেষ্টনী। মিছিল শেষে মাননীয় বিধায়ক বিনয় ভুষন দাস সাংবাদিকদের মুখোমুখি হয়ে পানিসাগর বিধানসভার জনগনের উদ্দেশ্যে অভিনন্দন জ্ঞাপন করেন।

Related Articles

যোগাযোগ রেখো

82,829ভক্তমত
834অনুগামিবৃন্দঅনুসরণ করা
1,320গ্রাহকদেরসাবস্ক্রাইব

সাম্প্রতিক প্রবন্ধসমূহ