26.1 C
Agartala
Thursday, April 25, 2024
- Advertisemet -spot_img

চুরি হয়ে যাওয়া বাইক উদ্ধার গভীর জঙ্গলে

শ্যামলী ত্রিপুরা প্রতিনিধি, বিশালগড় ৩০ এপ্রিল।।আগরতলা নাগেরজলা মোটর স্ট্যান্ডে পার্কিং জোর্নে রাখা চুরি হয়ে যাওয়া পালসার150 বাইক উদ্ধার উদ্ধার করলো বিশালগড় থানা পুলিশ গোকুলনগর আগরতলা সাব্রুম সড়কের পাশে গভীর জঙ্গলে রবিবার সকাল ৭:৩০ মিনিটে, জানাযায় বিশালগড় ব্রজপুর এলাকায় মানিক দাস ওনার TR07F9361 নাম্বারে পালসার 150 বাইকটি আগরতলা নাগেরজলা মোটর স্ট্যান্ডে পার্কিং জোনে রেখে TRTC বাসে উনার অন্যান্য দিনের মতো কন্টাকটারির কাজে যোগ দেন। শনিবার সন্ধ্যা ৭:৩০ মিনিটে কর্ম শেষ করে বাড়ি আসার পথে আগরতলা নাগেরজলা মোটর স্ট্যান্ড পার্কিং জোর্নে থেকে ওনার বাইকটি নিতে যায়। সেখানে গিয়ে দেখতে পায় মানিক দাসের বাইকটি চুরি হয়ে গিয়েছে। মানিক দাস উনার বাইকটি বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে না পেয়ে অবশেষে আগরতলা থানায় একটি চুরির মামলা দায়ের করেন ।সেখান থেকে বিভিন্ন থানায় পুলিশ জানিয়ে দেন চুরির ঘটনা। রবিবার সকাল ৭ টা ৩০ মিনিটে বিশালগড় থানা পুলিশের কাছে একটি খবর আসে গোকুলনগর রাস্তামাথা আগরতলা সাব্রুম সড়কের পাশে গভীর জঙ্গলে একটি পালসার বাইক ফেলে রেখে পালিয়ে যাই চোরের দল। পরবর্তী সময়ে বিশালগড় থানার ওসি বাদল সাহার নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে গভীর জঙ্গল থেকে আগরতলা নাগের জেলা মোটর স্ট্যান্ডে চুরি হয়ে যাওয়া সেই পালসার বাইকটি উদ্ধার করে বিশালগড় থানায় নিয়ে আসেন। পাশাপাশি আইনি সমস্ত প্রক্রিয়া শেষ করে মালিকের হাতে তুলে দেওয়া হবে বাইকটি এমনটি জানান ওসি বাদল সাহা। তবে জানা যায় বিশালগড় থানা পুলিশের মোবাইল টহলদারি থাকার ফলে চোরের দল সে বাইকটি বাজার করতে পারেনি তবে জানা যায়। চুরি করে চোরের দল এই বাইকটি বাংলাদেশের উদ্দেশ্যে পাচার করার জন্য কমলা সাগর সীমান্ত এলাকা দিয়ে নিয়ে যাওয়ার জন্য আসছিলেন অবশেষে পুলিশের টহলধারে থাকার কারণে বাইক গভীর জঙ্গলে ফেলে দিয়ে পালিয়ে যান।

Related Articles

যোগাযোগ রেখো

82,829ভক্তমত
834অনুগামিবৃন্দঅনুসরণ করা
1,320গ্রাহকদেরসাবস্ক্রাইব

সাম্প্রতিক প্রবন্ধসমূহ