34 C
Agartala
Thursday, July 25, 2024
- Advertisemet -spot_img

৩ প্রতারক পুলিশের জালে

শ্যামলী ত্রিপুরা প্রতিনিধি, পানিসাগর ১২ মে।।বারোই মে চিটিং করে ক্যামেরা বিক্রির অভিযোগে তিন অভিযুক্ত কে গ্রেফতার করে পানিসাগর থানার পুলিশ।ঘটনার বিবরণে জানা যায় যে,বিগত পয়লা মে তারিখে পানিসাগর মহকুমার জলাবাসা এলাকার তুষার দাস এর ডি,এস,এল,আর ক্যামারাটি চারদিনের জন্য ভাড়া নেয় তিলথৈ দেওছড়া গ্রামের রামচন্দ্র দাস এর পুএ প্রসেনজিৎ দাস।কিন্ত নির্ধারিত চার দিন পেরিয়ে গেলেও ক্যামারা কিংবা ফোন করেও প্রসেনজিতের টিকির নাগাল পর্যন্ত পাওয়া যায়নি।অবশেষে গতকাল সন্ধ্যায় চামটিলা এলাকায় প্রসেনজিৎ এর হদিশ পেয়ে তাকে পাকড়াও করে জানতে পারা যায় চামটিলা এলাকার সঞ্জয় দেব এর পুএ সুবীর দেব ও বিলথৈ এলাকার মৃত সজল শর্মার পুএ সায়ন শর্মা প্রসেনজিৎ কে এক হাজার টাকার বিনিময়ে ক্যামেরা ভাড়ার নামে কৌশল করে আনে।জানাগেছে সায়ন ও সুবীর ক্যামেরাটি নিয়ে অন্যএ কুড়ি হাজার টাকায় বিক্রি করে দেয়।পরবর্তীতে প্রসেনজিৎ কে গতকাল রাএিতেই তুলে দেওয়া হয় পানিসাগর থানার পুলিশের হাতে।পুলিশি জিজ্ঞাসাবাদে প্রসেনজিৎ সত্যি ঘটনা প্রকাশ করে।প্রসেনজিৎ এর বয়ান মুলে অভিযুক্ত সায়ন ও সুবীর কে আজ পানিসাগর থানার পুলিশ জালে তুলে।গ্রেফতার হওয়া সায়ন এর বিরুদ্ধে এই ধরনের ক্যামেরা চিটিং করে বিক্রি সহ ক্যামেরা চুড়ির দায়ে পানিসাগর থানায় বেশকটি অভিযোগ রয়েছে।পানিসাগর থানার পুলিশ ক্যামারাটি উদ্ধার করে।পানিসাগর পুলিশ সুএে জানানো হয় যে,গত কাল এক জন ও আজ অভিযুক্ত দুই জন সহ মোট তিনজনকে চিটিং করে ক্যামেরা বিক্রির দায়ে আগামী কাল মামলা নিয়ে ধর্মনগর আদালতে সোপর্দ করা হবে।

Related Articles

যোগাযোগ রেখো

82,829ভক্তমত
834অনুগামিবৃন্দঅনুসরণ করা
1,320গ্রাহকদেরসাবস্ক্রাইব

সাম্প্রতিক প্রবন্ধসমূহ