32 C
Agartala
Monday, June 5, 2023
- Advertisemet -spot_img

বয়স্কা মহিলার রহস্যজনক মৃত্যু

শ্যামলী ত্রিপুরা প্রতিনিধি, উদয়পুর ১৪ মে।। গলায় ফাঁস লাগিয়ে এক মহিলার মৃত্যু।দীর্ঘ দিন ধরে উদয়পুর রাধা কিশোর পুর থানা দিন পল্টি রোড এলাকার বাসিন্দা কার্তিক দে বসবাস করে আসছিলেন। বিয়ের পর থেকে স্বামী- স্ত্রী র মধ্যে ভাল ই সর্ম্পক ছিল।দুই মেয়ের জন্ম ও হয়েছে।দুই মেয়েকে বিয়ে ও দিয়েছে। এদিকে গত কিছুদিন ধরে স্বামী- স্ত্রী র মধ্যে সংসারে অভাব আর অনটন দেখা দিয়েছে বলে স্বামী কার্তিক দে জানান। অপরদিকে মূত ঝুমার দের বড় বোন জানায় কার্তিক তার বোনকে মেরে গলায় দড়ি লাগিয়ে ঝুলিয়ে রেখেছে। ঘটনার খবর পেয়ে মূতার বাড়ির লোকজন ছুটে আসে।খবর দেওয়া হয় রাধাকিশোর পুর থানায়। পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে। ঝুমাকে গোমতী জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ঝুমা কে মূত বলে ঘোষণা করে। বর্তমানে মূত দেহ ময়না তদন্তের জন্য গোমতী জেলা হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়না তদন্তের পর মূত দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে। পুলিশ একটা মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে। ময়না তদন্তের রিপোর্ট আসলে সঠিক তথ্য বেরিয়ে আসবে বলে ধারণা। ঝুমার মূত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

Related Articles

যোগাযোগ রেখো

82,829ভক্তমত
834অনুগামিবৃন্দঅনুসরণ করা
1,320গ্রাহকদেরসাবস্ক্রাইব

সাম্প্রতিক প্রবন্ধসমূহ