36 C
Agartala
Sunday, April 14, 2024
- Advertisemet -spot_img

উগান্ডার মহিলার সূত্র ধরে মানব পাচারের বিশাল নেটওয়ার্কের পর্দাফাঁস করলো বিশালগড় পুলিশ

শ্যামলী ত্রিপুরা প্রতিনিধ, বিশালগড় ১৩ মে।। উগান্ডা রমনী পাচারকান্ডে গ্রেপ্তার তিন ।কুখ্যাত তিন নারী পাচারকারীকে জালে তুলেছে বিশালগড় থানার পুলিশ। ধৃতরা হলেন আরাবুল রহমান, ইদ্দিশ মিয়া, মামন মিয়া। তাদের বাড়ি বিশালগড় রঘুনাথপুরে। গত ৪ মে আফ্রিকার উগান্ডা নিবাসী মহিলাকে বাংলাদেশে পাচারের চেষ্টা করেছিলো পাচারচক্রটি। ত্রিপুরা ভ্রমণে আসা বিদেশিনীকে আগরতলা রেল স্টেশন থেকে এনে বিশালগড়ে আটকে রেখেছিল। মহিলা কোনক্রমে তাদের ঘেরাটোপ থেকে নিজেকে রক্ষা করে বিশালগড় থানায় আশ্রয় নেয়। মহিলার পাসপোর্ট ব্যাগ মোবাইল ফোন পাচারকারীদের হেফাজতে ছিল। বিশালগড় মহিলা থানা মহিলার বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলা গ্রহণ করে। সে বর্তমানে জেল হাজতে রয়েছে। মামলার তদন্তকারী অফিসার মহকুমা পুলিশ আধিকারিক রাহুল দাস তদন্ত শুরু করে। তদন্তক্রমে অপরাধীদের চিহ্নিত করে। অবশেষে শনিবার পাচারকান্ডে যুক্ত তিন জনকে গ্রেপ্তার করে পুলিশ। এদের কেউ পাচারকারী, কেউ আশ্রয়দাতা এবং কেউ পরিবহনে সহযোগিতা করে।উগান্ডার মহিলার পাসপোর্ট ব্যাগ মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। পাচার কাজে ব্যবহৃত মারুতি গাড়ি বাজেয়াপ্ত করেছে পুলিশ। সিপাহীজলা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মানবেন্দ্র চৌধুরী জানান একটি পাচারকারী চক্র সক্রিয় রয়েছে। আরও কিছু তথ্য আসছে। সবাইকে আইনের আওতায় আনা হবে। এসডিপিও রাহুল দাস জানান এটি একটি সংগঠিত চক্র। বাংলাদেশের দালালচক্রের সঙ্গে ওরা জড়িত। এই কাজে যুক্ত এবং সহযোগী প্রত্যেকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Related Articles

যোগাযোগ রেখো

82,829ভক্তমত
834অনুগামিবৃন্দঅনুসরণ করা
1,320গ্রাহকদেরসাবস্ক্রাইব

সাম্প্রতিক প্রবন্ধসমূহ