35 C
Agartala
Saturday, July 27, 2024
- Advertisemet -spot_img

লাঠিসোটা নিয়ে মহিলাদের যুদ্ধ, দাঁড়িয়ে দেখলো পুলিশ !

শ্যামলী ত্রিপুরা প্রতিনিধি, বিশালগড় ১৫ মে।। বিশালগড় মহকুমা পুলিশ প্রশাসনের উপর আস্থা হারিয়ে অবশেষে নেশা বিরুদ্ধে অভিযানে নামলেন পূর্ব গোকুলনগর বাতাঢেপার প্রমীলা বাহিনী।খাওয়ার ফলে মৃত্যু নির্ধারিত, জেনেও সব থেকে বেশি সেই জিনিসটাকে মানুষ সেবন করছেন‌। আর যার ফলে ধ্বংস হয়ে যাচ্ছে মানব সমাজ। সেই নেশাকে মানুষ যেন সেবন করছে না… নেশা মানুষকে সেবন করছে। আর এ নেশায় আসক্ত হওয়ার ফলে সমাজে বিভিন্ন অসামাজিক কার্যকলাপ প্রতিনিয়ত বেড়ে যাচ্ছে প্রতিনিয়ত ভেঙে যাচ্ছে একাধিক পরিবার। নেশা সেবন করতে না পারায় বাড়িতে এসে স্ত্রী সহ পরিবারের সদস্যদের উপর একাধিকবার আক্রমণ করা‌। আক্রান্ত পরিবার পুলিশের দ্বারস্থ হওয়া এটা যেন বর্তমান সময় যে প্রত্যেকদিনের রুটিনে পরিণত হয়ে গেছে। আর পুলিশের উপর আস্থা হারিয়ে সোমবার সকাল ১০ঃ৩০ মিনিটে পূর্ব গোকুলনগর বাতাঢেপা এলাকায় একাধিক নেশা বিক্রেতার বাড়িতে আক্রমণ চালায় এলাকার সমস্ত প্রমিলারা। এই এলাকার পাঁচ থেকে ৬টি পরিবারের প্রতিনিয়ত বাংলা মদ, ব্রাউন সুগার, হিরোইন, ইয়াবা ট্যাবলেট বিক্রি করে যাচ্ছেন। তাদের বারণ করা সত্ত্বেও কোনভাবে তা বন্ধ করছেন না। সে সমস্ত বাড়িঘর থেকে নেশা সেবন করে বর্তমান যুবক থেকে শুরু করে বয়স্ক পর্যন্ত তাণ্ডব চালায় তাদের বাড়ি করে। সংসার অভাবের তাড়নায় ডুবে যাচ্ছে সেদিকে চিন্তা নেই গৃহকর্তাদের। বারবার পুলিশে জানানো সত্বেও কোনরকম কাজ হচ্ছে না এ নেশা বিক্রেতাদের করতে বিরুদ্ধে। বাধ্য হয়ে এলাকাবাসী নিজেই পুলিশের উপর আস্থা হারিয়ে এই উদ্যোগ গ্রহণ করেন। মহিলাদের আক্রমণের খবর পেয়ে বাড়িঘর থেকে পালিয়ে যায় নেশা বিক্রেতারা।খবরের গঠনস্থলে ছুটে যান বিশালগড় থানার এসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর প্রদীপ নাট্ট সহ TSR জোয়ান। পুলিশকে দেখে এক প্রকার চটে ওঠেন প্রমিলারা। তাদের সোজা কথায় নেশাখোরদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে অন্যথায় মহিলাদের এই উদ্যোগে যেন বাধা না হয় পুলিশ। এলাকার মহিলাদের একটি কথা এলাকার একাধিক বাড়িঘর থেকে নেশা বিক্রেতার কাছ থেকে নেশা সেবন করে এসে তাদের পরিবারে তাণ্ডব চালাই গৃহকর্তারা। আর এইবন্ধ করতেই মহিলাদের এই উদ্যোগ।

Related Articles

যোগাযোগ রেখো

82,829ভক্তমত
834অনুগামিবৃন্দঅনুসরণ করা
1,320গ্রাহকদেরসাবস্ক্রাইব

সাম্প্রতিক প্রবন্ধসমূহ