35 C
Agartala
Saturday, July 27, 2024
- Advertisemet -spot_img

বিধ্বংসী অগ্নিকাণ্ডে ভস্মীভূত বসত ঘর

শ্যামলী ত্রিপুরা প্রতিনিধি, পানিসাগর ২২ মে ।। দুপুর একটা নাগাদ উওর জেলার পানিসাগর মহকুমার অন্তর্গত জনজাতি অধ্যুষিত ভাল্লুক ছড়া থুমছড়াই এলাকার ডাক্তার দোয়ার এলাকায় ঘটে যায় এক অগ্নিকাণ্ডের ঘটনা।এতে পুরে ছাই হয়ে যায় একটি বশত ঘর।ঘটনার বিবরণে জানা যায় যে,ঐ এলাকার বাসিন্দা মৃত কিরন জয় রিয়াং এর পুএ করজো রাম রিয়াং এর বশত ঘরটিতে আচমকাই আগুন লেগে সম্পুর্ন ঘরটি ভস্মীভূত হয়ে যায়।আগুনের ভয়াভয়তা দেখে তড়িঘড়ি করে খবর পাটানো হয় পানিসাগর ফায়ার সার্ভিসে।খবর পেয়ে ঘটনা স্হলে পৌছায় ফায়ার সার্ভিসের দুটি ইঞ্জিন এবং আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে সম্পূর্ণ বশত ঘরএি ভস্মীভূত হয়ে যায়।এতে বাড়ি মালিকের ঘড়ে রাখা কুড়ি বস্তা ধান সহ আসবাব পএ,টাকা পয়সা ও জরুরী নতিপএ পুড়ে ছাই হয়ে যায়।বাড়ি মালিক জানান আগুনে পুড়ে প্রায় তিন লক্ষাধিক টাকার লোকসান হয়েছে ওনার।রান্না ঘরের চুলা থেকেই আগুনের সুএপাত বলে ধারণা করা হচ্ছে।ঘটনার সময় বাড়ির গৃহীনি ঝুম চাষে ছিলো।সহায় সম্বল হারিয়ে খোলা আকাশের নীচে কি করে পরিবার নিয়ে দিন গুজরান করবে তা নিয়ে সংশয়ে রয়েছে পরিবারের লোকজন।

Related Articles

যোগাযোগ রেখো

82,829ভক্তমত
834অনুগামিবৃন্দঅনুসরণ করা
1,320গ্রাহকদেরসাবস্ক্রাইব

সাম্প্রতিক প্রবন্ধসমূহ