24 C
Agartala
Thursday, March 28, 2024
- Advertisemet -spot_img

রাজ্যে প্রবেশের পথে অবৈধ বার্মিজ সুপারি উদ্ধার

শ্যমলী ত্রিপুরা প্রতিনিধি , পানিসাগর ২২ মে।। উত্তর জেলার পানিসাগর মহকুমাধীন দামছড়া থানার অফিসার ইনচার্জ রাজু ভৌমিক দায়িত্ব নেওয়ার ২৪ ঘন্টার মধ্যে বড়সড় সাফল্য পেলো দামছড়া থানা । ঘটনার বিবরণে জানা যায়,সোমবার দুপুর সাড়ে বারোটা নাগাদ দামছড়া থানার অফিসার ইনচার্জ রাজু ভৌমিকের কাছে গোপন সংবাদের ভিত্তিতে খবর আসে যে AS01-DD1316 নম্বরের একটি ছয় চাকার লরি দিয়ে অবৈধভাবে বার্মিজ সুপারি মিজোরাম হয়ে ত্রিপুরা প্রবেশ করছে,সেই খবরের ভিত্তিতে দামছড়া থানার অফিসার ইনচার্জ রাজু ভৌমিক দামছড়া থানার পুলিশ কর্মীদের নিয়ে গাড়িটিকে ধাওয়া করলে,পুলিশি আঁচ পেয়ে একটা সময় বংশুল এসপিও ক্যাম্প সংলগ্ন এলাকায় গাড়িটিকে ফেলে চালক পালিয়ে যায়।পরবর্তীতে সংশ্লিষ্ট এলাকা থেকে গাড়িটিকে নিয়ে আসা হয় দামছড়া থানায়,থানায় নিয়ে এসে তল্লাশি চালালে গাড়ির ভিতরের গোপন কক্ষ থেকে উদ্ধার হয় আটশো তিশ কেজি অবৈধ বার্মিস সুপারি। পুলিশ জানিয়েছে,এ বিষয়ে একটি মামলা গ্রহণ করে তদন্ত শুরু করে দিয়েছে।

Related Articles

যোগাযোগ রেখো

82,829ভক্তমত
834অনুগামিবৃন্দঅনুসরণ করা
1,320গ্রাহকদেরসাবস্ক্রাইব

সাম্প্রতিক প্রবন্ধসমূহ