36 C
Agartala
Friday, July 26, 2024
- Advertisemet -spot_img

জেসিবি তুলে নেয় বন দপ্তর, বন্ধ রাস্তার কাজ, প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ

নিজস্ব প্রতিনিধি খোয়াই ২২ মে।। অনৈতিক ভাবে ঠিকেদারের জেসেবি তুলে নিল বনদপ্তর,দু মাস যাবত বন্ধ রাস্তার কাজ,প্রতিবাদে খোয়াই আগরতলা জাতীয় সড়ক অবরোধ করল ক্ষুব্দ এলাকাবাসী ।বিনা নোটিশে অনৈতিক ভাবে ঠিকেদারের জেসেবি তুলে নিল বনদপ্তর ফলে দুই মাস যাবত বন্ধ হয়ে পড়ে রাস্তার কাজ,বহু সমস্যার সন্মুখি হতে হয় এলাকাবাসীদের ফলে ক্ষোব্দ হয়ে খোয়াই আগরতলা সড়ক অবরোধ করে বসে এলাকাবাসী । ফলে গরমের এই প্রখর রোদে সাড়ে চার ঘণ্টা রাস্তার দু পাশে আটকে পড়ে শত শত যাত্রী এবং দূর্ভোগ পোহাতে হয় যাত্রীদের দীর্ঘ চার ঘণ্টা অবরোধ চলাকালীন কোন প্রশাসনিক আধিকারিক ঘটনাস্থলে পৌঁছায় নি বলে অভিযোগ,অবশেষে দীর্ঘ সাড়ে চার ঘণ্টা পর ঘটনস্থলে যান বন বিভাগের খোয়াই মহকুমা আধিকারিক নীতিশ চক্রবর্তী ঘটনাস্থলে গিয়ে অবরোধকারীদের সাথে কথা এই সমস্যার দ্রুত সমাধানের আশ্বাস দিলে এলাকাবাসী অবরোধ তুলে নেয় । ঘটনার বিবরণে জানা যায় গত দুমাস আগে,খোয়াই পদ্মবিল এলাকার পাগলাবাড়ি পরখলেন্ড পর্যন্ত পি ডব্লিউ এর অধীনে একটি নতুন রাস্তার কাজ শুরু হয়, রাস্তার কাজ চলাকালীন বনবিভাগের কর্মীরা রাস্তার কাজে ব্যবহৃত দুটি জেসিবিকে অবৈধ ভাবে বন দপ্তরের জমি কাটার অভিযোগে বিনা নোটিশে অনৈতিক ভাবে তুলে নিয়ে আসে। পরবর্তী সময় রাস্তার কাজ মাঝপথেই বন্ধ হয়ে যায় এবং ঘনটনার দুই মাস অতিক্রান্ত হলেও সেই যেসেবি ছড়িয়ে আনতে ব্যর্থ হয় ঠিকেদার। ফলে এই রাস্তাদিয়ে চলাচল অযোগ্য হয়ে পড়ে দুরবস্থার মাত্রা বাড়তে থাকে ফলে নানান সমস্যার সন্মুখীন হতে হয় স্থানীয়দের তাই রাস্তার এই সমস্যার সমাধানের দাবীতে ক্ষুব্ধ হয়ে সোমবার সকাল নয় টায় খোয়াই আগরতলা জাতীয় সড়ক অবরোধ করে বসে স্থানীয় এলাকাবাসী অবরোধ চলে দীর্ঘ চার ঘণ্টা। অবরোধ চলাকালীন কোন প্রশাসনিক আধিকারিক ঘটনাস্থলে পৌঁছায় নি এমনটাই অভিযোগ । অন্যদিকে রাস্তার দুপাশে যান জটের সৃষ্টি হয়। পরবর্তী সময়ে দীর্ঘ সাড়ে চার ঘণ্টা পর ঘটনস্থলে ছুটে যান বন বিভাগের খোয়াই মহকুমা আধিকারিক নীতিশ চক্রবর্তী এবং অবরোধকারীদের সাথে কথা বলে খুব দ্রুত এই সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিলে অবরোধ তুলে নেয় অবরোধকারিরা ।

Related Articles

যোগাযোগ রেখো

82,829ভক্তমত
834অনুগামিবৃন্দঅনুসরণ করা
1,320গ্রাহকদেরসাবস্ক্রাইব

সাম্প্রতিক প্রবন্ধসমূহ