26.7 C
Agartala
Saturday, July 27, 2024
- Advertisemet -spot_img

বিশাল আকারের বাজ পাখি পানিসাগরে

শ্যামলী ত্রিপুরা প্রতিনিধি, পানিসাগর, ২৬ জুন।।২৬শে জুন সকালে পানিসাগর নগর এলাকার এগারো নং ওয়ার্ডে রুবি নায়ের এর বাড়িতে আচমকাই দেখা মিলে এক বিরল প্রজাতির একটি বিশাল পাখি।পাখিটিকে দেখতে পেয়ে বাড়ি মালিক কৌতুহলী হয়ে জানান পাশ্ববর্তী এলাকার লোকজনদের।বিরল প্রজাতির পাখির খবর পেয়ে ঐ বাড়িতে ছুটে আসে এলাকার কৌতুহলী জনগন।ধারণা করা হচ্ছে বিরল প্রজাতির বিশালাকার পাখিটি কোন না কোন ভাবে পায়ে আঘাত প্রাপ্ত হয়ে অন্যান্য পাখিদের তাড়া খেয়ে প্রাণ বাঁচাতে প্রবেশ করে ঐ বাড়ির বাথরুমে।বাড়ি মালিকের তৎপরতায় তড়িঘড়ি বাথরুমের দরজা বন্ধ করে রেখে খবর পাটানো হয় পানিসাগর বন দপ্তরের কার্যালয়ে।পানিসাগর বন দপ্তরের সহায়তায় খবর পাটানো হয় জলাবাসা স্থিত ধর্মটিলা জুরি ফরেস্ট বিট অফিসে।খবর পাওয়া মাএ বিট অফিসের কর্মকর্তা গন ছুটে এসে আহত অবস্হায় পাখিটিকে উদ্ধার করে নিয়ে যায় তাদের হেফাজতে।কর্তব্যরত ফরেস্ট অফিসার জানান পাখিটি আসলে বাজ পাখি নামে পরিচিত।এগুলি সচরাচর একটু গভীর জঙ্গলে বসবাস করে।তবে লোকালয়ে এসে কোন না কোন ভাবে আঘাত প্রাপ্ত হয়ে আত্মরক্ষার্থে ঐ বাড়িতে প্রবেশ করে।তিনি জানান পাখিটিকে উদ্ধার করে নিয়ে গিয়ে চিকিৎসা করে সুস্থ করে দপ্তরের উর্ধতন কতৃপক্ষের নির্ধেশানুশারে যথোপযুক্ত ব্যাবস্থা গ্রহণ করা হবে।পানিসাগর মহকুমায় পর পর বেশ কয়টি বিরল প্রজাতির কিং কোবরা সাপ উদ্ধার হওয়ার পর বিরল প্রজাতির বাঝ পাখি উদ্ধার হওয়াতে গোটা মহকুমা জোরে কৌতুহল বিরাজ করছে।

Related Articles

যোগাযোগ রেখো

82,829ভক্তমত
834অনুগামিবৃন্দঅনুসরণ করা
1,320গ্রাহকদেরসাবস্ক্রাইব

সাম্প্রতিক প্রবন্ধসমূহ