25 C
Agartala
Wednesday, October 4, 2023
- Advertisemet -spot_img

নৃত্যালয় নৃত্য সেন্টারের ১৭ তম বর্ষপূর্তি উদযাপন

শ্যামলী ত্রিপুরা প্রতিনিধি, পানিসাগর, ২৫ জুন ।।সন্ধ্যা ছয় ঘটিকায় পানিসাগর টাউন হলে অনুষ্ঠিত হয় নৃত্যালয় নৃত্য সেন্টারের ১৭ তম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে নৃত্যানু সন্ধ্য ও সঙ্গীত সন্ধ্য।প্রদিপ প্রজ্জলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ শুচনা করেন পানিসাগর বিধানসভার মাননীয় বিধায়ক বিনয় ভুষন দাস মহাশয়।এছাড়াও উপস্থিত ছিলেন পানিসাগর নগর পঞ্চায়েতের চেয়ারম্যান অনুরাধা দাস, ভাইস চেয়ারম্যান ধনঞ্জয় দেব নাথ,উওর জেলার সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির সদস্য রাহুল দাস,কাউন্সিলার রিম্পি দাস ও পাপিয়া দাস,নৃত্য গুরুমা শ্রীমতি শর্মিষ্ঠা দেববর্মন সহ অন্যান্য বিশিষ্ট জনেরা।অনুষ্ঠানের শুরুতেই গৌরিয় নৃত্যের তালে তালে বরণ করে নেওয়া হয় মঞ্চে উপবিষ্ট সম্মানিত অতিথিদের।মাননীয় বিধায়ক এবং গুরুমা শর্মিষ্ঠা দেববর্মন এর হাতধরে উন্মোচিত হয় গুরুমার মর্মর প্রতিচ্ছবি।সম্মানিত অথিতিরা একে একে নটরাজ মুর্তিতে পুস্প মাল্য দিয়ে সন্মাননা প্রদর্শন করেন।মঞ্চে প্রদর্শিত নৃত্যানুষ্ঠানের প্রাক্কালে পরিবেশিত হয় গনেশ বন্ধনা।পরিশেষে ধর্মনগর ও পানিসাগর মহকুমার উদীয়মান নৃত্য ও সংগীত শিল্পীদের দ্ধারা পরিবেশিত হয় বিভিন্নধরনের নিপুন সাংস্কৃতিক পরিবেশনা।সংস্থার কর্ণধার শ্রীবাস দে এর হাত ধরে অনুষ্ঠান মঞ্চে সংবর্ধনা জ্ঞাপন করা হয় নৃত্যালয় নৃত্য সেন্টারের প্রতিভাবান শিল্পীদের।তৎসঙ্গে সংবর্ধনা জ্ঞাপন করা হয় পানিসাগর এলাকার চিএ শিল্পী ও বাদ্যযন্ত্র শিল্পীদের।অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিলো শিক্ষা গুরুমা এবং ছাএের যুগ্ম নৃত্য পরিবেশনা।নৃত্যালয় নৃত্য সেন্টারের এই ধরনের বাৎসরিক অনুষ্ঠান কে ঘিরে গোটা পানিসাগর এলাকার সংস্কৃতি প্রিয় ছাএ ছাএি সহ অভিবাবকদের মধ্যে উৎসাহ পরিলক্ষিত হয়।

Related Articles

যোগাযোগ রেখো

82,829ভক্তমত
834অনুগামিবৃন্দঅনুসরণ করা
1,320গ্রাহকদেরসাবস্ক্রাইব

সাম্প্রতিক প্রবন্ধসমূহ