26.1 C
Agartala
Friday, July 26, 2024
- Advertisemet -spot_img

একটু সাহায্য পড়তে চায় ভাই-বোন‌

শ্যামলী ত্রিপুরা প্রতিনিধি, উদয়পুর ১৩ জুন।।উদয়পুরের ভাই- বোন‌ কষ্ট করে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে প্রথম স্থান অধিকার করেছে। প্রবল ইচ্ছা শক্তির‌ পাশাপাশি মনর ইচ্ছা থাকলে যে কোন অসাধ্য কাজ সফলতার মধ্যে অর্জন করা যায় তা প্রমান করে দেখাল উদয়পুর দুই‌ নং ফুলকুমারির বাসিন্দা উত্তম সূএধরের ছেলে রাজ সূএধর ও মেয়ে অন্তরা সূএধর।ভাই এবছর উদয়পুর কে বি আই বিদ্যালয় থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়েছে এবং বোন অন্তরা‌ উদয়পুর ইষ্ট আর কে পুর বিদ্যালয়‌‌ থেকে মাধ্যমিক পরীক্ষা দিয়েছে।ভাই বোন দুইজন ই প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছে।অন্তরা জানায় সে ৩৭৪ ও ভাই ৩২৯ নম্বর পেয়ে বিজ্ঞান বিষয়ক নিয়ে পাশ করেছে দ্রারিদ্রতার সাথে লড়াই করে। বাবা দীর্ঘ দিন ধরে জটিল রোগে আক্রান্ত হয়ে বিছানায় শশ্যাসায়ী।মা মিনতি সূএধর সামান্য সেলাইয়ের কাজ করে তাদের কষ্ট করে লেখা পড়া চালিয়ে যাচ্ছেন। বর্তমানে রাজ উদয়পুর নেতাজী সুভাষ মহাবিদ্যালয়ে ও অন্তরা একাদশ শ্রেণীতে ভর্তি হতে চায়। কিন্তু কে এই পড়াশোনার জন্য সাহায্য করবে। অন্তরা চোখের জলে জানালেন যদি তাদের পড়াশোনার‌ জন্য কেউ এগিয়ে আসে তাহলে তারা ভাই- বোন পড়াশোনা করে এই সমাজের কিংবা আমার এই রাজ্যের মুখ উজ্জ্বল করবে কে না বলতে পারে। সরকার যদি সাহায্যের হাত বাড়িয়ে দেয় কিংবা সমাজের প্রতিষ্ঠিত কেউ যদি এগিয়ে আসে তার জন্য আবেদন রাখেন অন্তরা।

Related Articles

যোগাযোগ রেখো

82,829ভক্তমত
834অনুগামিবৃন্দঅনুসরণ করা
1,320গ্রাহকদেরসাবস্ক্রাইব

সাম্প্রতিক প্রবন্ধসমূহ