32 C
Agartala
Saturday, July 27, 2024
- Advertisemet -spot_img

মেয়েকে ধর্ষনের অপরাধে ২০ বছরের কারাদন্ড পিতার

শ্যামলী ত্রিপুরা প্রতিনিধি, কৈলাশহর ১৩ জুন।।নিজের মেয়েকে ধর্ষনের দায়ে কুড়ি বছরের সশ্রম কারাদণ্ড। ঐতিহাসিক রায় দিল ঊনকোটি জেলার অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের বিচারপতি অমরেন্দ্র কুমার সিং। ঘটনাটি ঘটে পেচারথল থানাধীন শান্তিপুর এলাকায়। সোমবার বিকেলে এই রায় নিয়ে কৈলাসহরের বার লাইব্রেরীতে এক সাংবাদিক সম্মেলনে সরকারি দুই আইনজীবী সন্দীপ দেবরায় এবং কঙ্কন দেবত্রাতা জানান যে, পেচারথলের শান্তিপুর এলাকার বাসিন্দা নন্দ মালাকারের স্ত্রী ২০২০ সালের ৩১ আগস্ট পেচারথল থানায় লিখিত অভিযোগ করে জানিয়েছিলেন যে, উনি কয়েকদিন উনার বাপের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। তখন শান্তিপুরের বাড়িতে উনার স্বামী নন্দ মালাকার এবং উনাদের একমাত্র মেয়ে একা ছিলো।বাপের বাড়িতে কিছু দিন থাকার পর স্বামীর বাড়িতে ফিরে এসে মেয়ের অসুস্থতা দেখে মেয়ের কাছে অসুস্থতার কারণ জানতে চায়। তখন মেয়ের মুখ থেকে সমস্ত কিছু শুনে নন্দ মালাকারের স্ত্রী পেচারথল থানায় লিখিত মামলা করেন স্বামী নন্দ মালাকারের বিরুদ্ধে। থানায় এবং পরবর্তী সময়ে আদালতে এসে নন্দ মালাকারের স্ত্রী পরিস্কার ভাবেই জানায় যে, শান্তিপুর বাড়িতে স্ত্রীর অনুপস্থিতিতে নিজের একমাত্র মেয়েকে লাগাতার কয়েকদিন ধর্ষন করায় মেয়েটি অসুস্থ হয়ে পড়ে। প্রায় তিন বছর মামলাটি কৈলাসহরের অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের মাননীয় বিচারপতি অমরেন্দ্র কুমার সিং-এর আদালতে চলার পর বারো জুন সোমবার দুপুরে বিচারক অমরেন্দ্র কুমার সিং নন্দ মালাকারের কুড়ি বছরের কারাদন্ড এবং পাঁচশো টাকা জরিমানার নির্দেশ ঘোষণা করেন।

Related Articles

যোগাযোগ রেখো

82,829ভক্তমত
834অনুগামিবৃন্দঅনুসরণ করা
1,320গ্রাহকদেরসাবস্ক্রাইব

সাম্প্রতিক প্রবন্ধসমূহ