35 C
Agartala
Saturday, July 27, 2024
- Advertisemet -spot_img

পানিসাগর মহকুমা ভিওিক কনভেনশন

শ্যামলী ত্রিপুরা প্রতিনিধি, পানিসাগর, ৭ জুলাই।।৭জুলাই দুপুর বারো ঘটিকায় উওর জেলার পানিসাগর সি,পি,আই,এম মহকুমা কমিটির কার্যালয়ের হল ঘরে অনুষ্ঠিত হয় AIKS,TKMU,GMP,CITU এর উদ্যোগে পানিসাগর মহকুমা ভিওিক কনভেনশন।এতে সভাপতি মন্ডলিতে উপবিষ্ট ছিলেন কমঃঅজয় রায়,কমঃভুবনেশ্বর সিনহা, কমঃদেবচান মানিক হালাম। এছাড়াও মঞ্চে উপবিষ্ট ছিলেন সারা ভারত কৃষান সভার এিপুরা রাজ্য কমিটির সম্পাদক কমঃপবিএ কর।জি,এম,পি কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক কমঃ রাজেন্দ্র রিয়াং এবং সি,পি,আই,এম উওর জেলা সম্পাদক কমঃঅমিতাভ দও সহ অন্যান্য কমরেডগন। কনভেনশনে আলোচনা রাখেন সারা ভারত কৃষক সভার মহকুমা সম্পাদক কমঃ শীতল দাস,ক্ষেত মজুর ইউনিয়ন এর মহকুমা সম্পাদক কমঃ মতি লাল দাস,জি,এম,পি মহকুমা সম্পাদক কমঃ ললিত সিনহা,সি,আই,টি,ইউ নেতৃত্ব কঃবাসুদেব সিনহা,পার্টির মহকুমা সম্পাদক কমঃ অজিত কুমার দাস সহ অন্যান্য নেতৃত্বরা।কনভেনশনে অংশগ্রহণ করেন মকহকুমার ১০৫ জন প্রতিনিধি।আসন্ন ১২ ই জুলাই আগরতলাতে বিধানসভা ঘেড়াও অভিযান কে সফলকরে তুলতে পনেরো দফা দাবি আদায়ের লক্ষে উক্ত কনভেনশন অনুষ্ঠিত হয়।কনভেনশন শেষে পানিসাগর সি,পি,আই,এম মহকুমা কার্যালয় থেকে একটি মিছিল শুরু হয়ে পানিসাগর বাজার পরিক্রমা করে পুনরায় পানিসাগর মহকুমা কার্যালয়ে এসে সমাপ্তি হয়।সমাপ্তি লগ্নে অনুষ্ঠিত পথ সভার বক্তব্য তোলে ধরেন প্রধান বক্তা তথা রাজ্য সম্পাদক কমঃ পবিএ কর।

Related Articles

যোগাযোগ রেখো

82,829ভক্তমত
834অনুগামিবৃন্দঅনুসরণ করা
1,320গ্রাহকদেরসাবস্ক্রাইব

সাম্প্রতিক প্রবন্ধসমূহ