35 C
Agartala
Saturday, July 27, 2024
- Advertisemet -spot_img

দুই বৃদ্ধকে গরু চোর সাজিয়ে গারদে পরলেন ওসি!

শ্যামলী ত্রিপুরা প্রতিনিধি,পানিসাগর,১৭ জুলাই।।হঠাৎ করে আইনের রক্ষক হয়ে উটলেন পানিসাগর মহকুমার দামছড়া থানার ও,সি রাজু ভৌমিক।জানা যায় যে,বিগত দুমাস পুর্বে দামছড়া থানায় নতুন ও,সি জয়েন করার পর থেকে নেশাদ্রব্য,বার্মিজ গরু ও সুপারি,বিদেশি সিগারেটের অবৈধ পাচারে বিরুদ্ধে রুখে দাড়ান।নতুন ও,সি এর কর্মকান্ডে একটা সময় দামছড়া বাসি স্বস্তির নিশ্বাস ফেলতে না ফেলতেই নতুন ও,সি নাকি গোপনে অবৈধ কারবারিদের সাথে গোপন আঁতাত করে নেয় বলে অভিযোগ।জানাগেছে বিগত ১৪ই জুলাই তারিখে দামছড়া থানার মুজফফর নগরের গো পালক আনফর আলি ওর ৬টি গরু বিক্রি করেন কদমতলার ফকরুল ইসলামের কাছে।তাই ফকরুল গরু গুলিকে নিয়ে আসার দায়িত্ব দেয় মুজফফর নগরেরই বাসিন্দা ৭১ বর্ষিয়া কাছিম আলি এবং ৬৫ বর্ষিয়া হবিবুর রহমান কে।এরা গরু গুলিকে রাস্তা দিয়ে হাটিয়ে নিয়ে আসতে গেলে বংশুল পাহাড়ে পুলিশ চেক পোস্টে আটকিয়ে ফেলে।এরা গরু গুলোর ক্রয়ের বৈধ রশিদ দেখানো সত্বেও ছাড়া হয়নি।গরু বাহকরা বিষয়টি স্থানীয় সংবাদ কর্মীকে জানালে,সংবাদ কর্মী তৎক্ষনাৎ বিষয়টি নিয়ে নতুন ও,সি রাজু ভৌমিক কে অবগত করলে রাজু বাবুনাকি তেলে বেগুনে জ্বলে উঠে।এমনকি গরুগুলি নাকি গৃহপালিত নয় বলে আখ্যায়িত করে গরু গুলোকে চুরির গরু বলে অভিযোগ করেন।গরু বাহকেরা অভিযোগ করেন গরু গুলির রশিদ গুলো তাদের হাত থেকে কেড়ে নিয়ে ছিড়ে ফেলে দেয় পুলিশ।পরবর্তীতে ৬টি গরুকে গোশালায় পাটিয়ে বাহক দুজনকে গ্রফতার করে নিয়ে যায় দামছড়া থানায়।এই নিয়ে অভিযোগ এনে গরু মালিক আনফর আলি এবং গরু ক্রেতা ফকরুল ইসলাম সাংবাদিকদের জানায় বিগত সোমবার দিনে অনুরুপ ভাবে ৬টি গৃহপালিত গরু নিয়ে আসার সময় বংশুল চেক পোস্টে নাকি আটক করে ও,সি রাজু বাবু।পরে নাকি জৈনিক এক বিশিষ্ট ব্যাক্তির গোপন মধ্যস্থতায় রাজু বাবুর হাতে ৪০ হাজার নগদ নারায়ণের মাধ্যমে গরু গুলিকে ছাড়িয়ে আনে।এদের আরো অভিযোগ বংশুল চেক পোস্ট পার হতে প্রতি গরু পিছু এস,পি,ও দের নাকি একশত টাকা করে মাশুল দিতে হয়।উক্ত ঘটনা এলাকায় জানাজানি হতেই ও,সি রাজু ভৌমিক কে নিয়ে জল্পনা কল্পনা শুরুহয়।নিন্দুকদের অভিমত রাজুবাবুকে নগদ নারায়ণ না দিয়ে গরু নিয়ে এসে সাংবাদিকদের বিষয়টি জানানোয় রাজু বাবু নিজেকে চল্লিশ হাজারের বেড়াজাল থেকে পার পেতেই নাকি গৃহপালিত গরু গুলিকে চুরির গরু সাজিয়ে মিথ্যা মামলায় ফাঁসালেন।পাশাপাশি গরু ক্রয়ের রশিদ ছিঁড়ে তথ্য লোপাটের অপকৌশলের নাটক মন্তস্থ করছেন।এই নিয়ে গোটা দামছড়া এলাকা জোরে ব্যাপক গুঞ্জন চলছে।

Related Articles

যোগাযোগ রেখো

82,829ভক্তমত
834অনুগামিবৃন্দঅনুসরণ করা
1,320গ্রাহকদেরসাবস্ক্রাইব

সাম্প্রতিক প্রবন্ধসমূহ