36 C
Agartala
Thursday, July 25, 2024
- Advertisemet -spot_img

দুটি শিশুর জীবন সুরক্ষিত করার লক্ষ্যে এগিয়ে এলেন বিধায়ক

শ্যামলী ত্রিপুরা প্রতিনিধি, বিশালগড়,১৯ জুলাই ।।সম্প্রতি বিশালগড়ে এক কোলের শিশুকে মাত্র ৫০,০০০ টাকার বিনিময়ে বিক্রি করে দেওয়ার জন্য উদ্যত হয়েছিলেন এক জন্মদায়ী মা। যে সন্তানকে ৯ মাস গর্ভে ধরে অসহ্য যন্ত্রণা সহ্য করে সন্তান জন্ম দিয়েছিলেন এবং তারপর কোলে পিঠে করে মানুষ করার প্রচেষ্টা করছেন সেই সন্তানকেই বিক্রি ! হয়তো এটা শুনলে সবারই গা শিউরে ওঠার বিষয়। কারণ নিরুপায় হয়ে পড়েছিলেন এক জন্মদায়ী মা। জানা গেছে স্বামীর মৃত্যুর পর হতদরিদ্র এক মা দারিদ্রতা ও অভাবের কাছে কার্যত মাথা নত করে দুটি সন্তানকে বাঁচিয়ে রাখার লক্ষ্যেই নিয়েছিলেন সন্তান বিক্রির পদক্ষেপ। যা কিছু হৃদয়বান সাংবাদিকদের প্রচেষ্টায় সংবাদমাধ্যমে প্রকাশিত হবার পর রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি করেছিল বিশালগড় জুড়ে। আর এই বিষয়টি প্রত্যক্ষ হতেই কাল বিলম্ব না করে দুটি শিশুর জীবন সুরক্ষিত করার লক্ষ্যে এবং পরিবারটিকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে এগিয়ে এলেন স্থানীয় বিধায়ক সুশান্ত দেব। বুধবার বিশালগড় বিধানসভা এলাকার ২৪ নং বুথে মাজেদা খাতুনের বাড়িতে যান বিধায়ক সুশান্ত দেব সহ অন্যান্যরা। সম্পূর্ণ বিষয়ে তথ্য সংগ্রহ করার পর বিধায়ক তৎক্ষণাৎ এই পরিবারটিকে নিযুক্তকে আর্থিক সাহায্য তুলে দেন। তাছাড়া মহকুমা প্রশাসনের সাথে আলোচনাক্রমে দ্রুত দুটি শিশুকে পিতৃহারা হওয়ায় সামাজিক ভাতার ব্যবস্থা করে দেন। তাছাড়া দুটি শিশুর ভবিষ্যত যেন সুরক্ষিত হয় সেই লক্ষ্যে সকল প্রকার সহযোগিতার আশ্বাস প্রদান করেন বিধায়ক।অন্যদিকে বিধায়কের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন শুভবুদ্ধি সম্পন্ন জনসাধারণ। পাশাপাশি দাবি তোলা হচ্ছে এই পরিবারটিকে এবং দুটি শিশুর জীবন সুরক্ষিত করার লক্ষ্যে প্রশাসনিকভাবে সকল সাহায্য যেন প্রদান করা হয় এবং সকল অংশের জনসাধারণ যেন এগিয়ে আসেন। যাতে করে সন্তান বিক্রির মত এই ধরনের অপবাদ সমাজের কাঁধে না চাপে।

Related Articles

যোগাযোগ রেখো

82,829ভক্তমত
834অনুগামিবৃন্দঅনুসরণ করা
1,320গ্রাহকদেরসাবস্ক্রাইব

সাম্প্রতিক প্রবন্ধসমূহ