36 C
Agartala
Thursday, July 25, 2024
- Advertisemet -spot_img

দুদিনের সফরে আজ রাজ্যে আসছে জে পি নাড্ডা

আগরতলা প্রতিনিধি: আজ রাজ্যে আসছেন জেপি নাড্ডা, একগুচ্ছ কর্মসূচি নিয়ে রাজ্যে আসছেন তিনি। কয়েকমাস পরেই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে হবে ভিলেজ কমিটির ভোট। আর যাকে কেন্দ্র করেই আজ রাজ্যে আসছেন জেপি নাড্ডা। ২৮-২৯ এই দুদিনের সফরে রাজ্যে আসছেন শ্রী নাড্ডা।

রবিবারে কী কী কর্মসূচী রয়েছে জেপি নাড্ডার?

সকালে আগরতলা বিমানবন্দরে এসেই প্রধানমন্ত্রীর “মন কি বাত” এ যোগ দেবেন শ্রী নাড্ডা। এরপর তিনি চলে যাবেন স্টেট গেস্ট হাউসে। সেখানে দুপুর ১টা ৩০ এ করবেন কার্যকর্তাদের সঙ্গে বৈঠক। সেখান থেকে দুপুর সাড়ে তিনটায় জনজাতি বিধায়কদের সঙ্গে বৈঠক করবেন শ্রী নাড্ডা। এরপর বিকেল ৫টা ৩০ মিনিটে রাজ্যের মন্ত্রী এবং বিধায়কদের সঙ্গে বৈঠক করবেন তিনি। রাত ৮ টায় করবেন আইপিএফটি বিধায়কদের সঙ্গে বৈঠক। আর রাত ৯টায় হবে ত্রিপুরা বিজেপির কোর কমিটির মিটিং।

সোমবারে কী কী কর্মসূচী রয়েছে নাড্ডার?


রবিবারে তিনি প্রথমেই যাবেন মাতারবাড়িতে। সেখান থেকে ফিরে এক সাংবাদিক সম্মেলন করবেন জে পি নাড্ডা। আর সবশেষে অংশ নেবেন খুমলুঙে জনজাতিদের এক সভায়।

সবমিলিয়ে তার দুদিনের এই আয়োজনে বৈঠক এবং তার এই সভা যে বেশ তাৎপর্যপূর্ণ তা বলার আর অবকাশ রাখে না।।

Related Articles

যোগাযোগ রেখো

82,829ভক্তমত
834অনুগামিবৃন্দঅনুসরণ করা
1,320গ্রাহকদেরসাবস্ক্রাইব

সাম্প্রতিক প্রবন্ধসমূহ