27 C
Agartala
Monday, March 27, 2023
- Advertisemet -spot_img

নাড্ডার সভা জনবর্জিত হয়েছে: জীতেন্দ্র

নিজস্ব প্রতিনিধি: নাড্ডার জনসভাকে সম্পূর্ণভাবে বর্জন করা হয়েছে। মানুষ সম্পূর্ণরূপেই বর্জন করেছে নাড্ডার এই সভা। বললেন সিপিআইএম রাজ্য সম্পাদক জীতেন্দ্র চৌধুরী। খুমলুঙে জনবর্জিত তার অনুষ্ঠান। প্রসঙ্গত গতকাল খুমলুঙে জনসভা করেন জে পি নাড্ডা। তার এই জনসভাকে নিয়েই তীব্র কটাক্ষ জীতেন্দ্র’র। বিজেপি দলের প্রতি রাজ্যের জনজাতি অংশের মানুষদের যে ক্ষোভ রয়েছে তা-ই এর পেছনে মূল কারণ বলে মন্তব্য করেন জীতেন্দ্র চৌধুরী। জীতেন্দ্র বলেন, জে পি নাড্ডা বলছেন “রাজ্যের আয় বেড়েছে, রাজ্যের পুঁজি বিনিয়োগ বেড়েছে রাজ্যে ইন্ডাস্ট্রী হয়েছে” কিন্তু বাস্তবটা কী তা স্পষট। নাড্ডার এই বক্তব্যকে নিয়ে কটাক্ষ করে জীতেন্দ্র বলেন নাড্ডা সাহেব হইতো বলতে চেয়েছেন যে, সমাজবিরোধী,নেশাখোর, অর্থাৎ যুবকদের নষ্ট করার ইন্ডাষ্ট্রী রাজ্যে তৈরি হয়েছে।
মূলত মঙ্গলবার নাড্ডার বক্তব্যকে নিয়ে তুলোধোনা করলেন জীতেন্দ্র।।

Related Articles

যোগাযোগ রেখো

82,829ভক্তমত
834অনুগামিবৃন্দঅনুসরণ করা
1,320গ্রাহকদেরসাবস্ক্রাইব

সাম্প্রতিক প্রবন্ধসমূহ