26.2 C
Agartala
Thursday, April 18, 2024
- Advertisemet -spot_img

মুক্তি পেল স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্র “কালা পাহাড়”

উওর জেলার বহু প্রতিক্ষিত পথিক ড্রামা সোসাইটির পরিবেশনায় মুক্তি পেল স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্র “কালা পাহাড়”

উত্তর জেলার তথা রাজ্যের উদীয়মান নাট্য সংস্থা পথিক ড্রামা সোসাইটির অনবদ্য সংযোজনা আর কঠোর সাহসীকতার ফলশ্রুতির মেলবন্ধনে প্রস্ফুটিত হলো একটি নতুন প্রযোজনা “কালা পাহাড়”।এটি মূলত একটি সল্প দৈর্ঘের চলচিএ পরিবেশনা।এরই শুভ মুক্তির আরম্বর অনুষ্টানটি অনুষ্টিত হয় সোমবার সন্ধ্যা ৭ ঘটিকায় ধর্মনগরের বিবেকানন্দ শ্বার্ধ শতবর্ষীকী ভবন প্রাঙ্গনে।সংস্কৃতির শহর ধর্মনগরের সংস্কৃতি প্রেমী জনগন ও পথিক ড্রামা সোসাইটির সদস্য সদস্যা বৃন্দদের উপস্থিতিতে এই স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্র ‘কালা পাহাড় ‘ এর শুভ মুক্তি অনুষ্টানটি সম্পন্ন হয়।
স্বল্প দৈর্ঘ্যের এই চলচ্চিত্রের পরিকল্পনা, কহিনি ও নিদের্শনায় রয়েছেন সুরজ দেব। যিনি এই চলচিএের এক জন সক্রিয় অভিনেতা।এ ছাড়া অভিজিৎ দে, কৌস্তভ চক্রবর্তী,বিশাল শর্মা, নিউস্পিনা,মনিষ দাস,বিশাল দাস, আকাশ দেনছিয়াস,বাবলা সুএধর, রাজিব চক্রবর্তী,বিক্রম ও সুমিত দের ঐকান্তিক প্রচেষ্টার ফলশ্রুতিতে এই শর্ট ফিল্মটি সম্পূর্ণতাপায়। সিনেমাটোগ্রাফিতে তে ছিলেন দীপঙ্কর আচার্য ও প্রোডাকশন মেনেজমেন্টে ছিলেন অভিজিৎ দে।বর্তমান আধুনিক প্রজন্মে শেয়ার মার্কেটের উর্ধমূখিতার মধ্যে থেকেও মাএ বাইশ হাজার টাকা মূলধনে শর্ট ফিল্মটি সম্পন্ন করে বর্তমান আধুনিক সভ্যতাকে এক অনবদ্য প্রযোজনা উপহার দিয়ে এক অনন্য নজীর সৃষ্টি করলো বলে মনে করছেন সংস্কৃতি প্রিয়রা।পথিক ড্রামা সোসাইটির সম্পাদক সুরজ দেব জানিয়েছেন এটি তাদের ষষ্ঠ প্রযোজনা। এর আগেও আরো পাঁচটি শর্ট ফিল্ম তারা উপহার দিয়েছেন।এই শর্ট ফিল্মে সোসাইটির ধর্মনগর, পানিসাগর, কুমারঘাট ও পেচারথলের শিল্পীরা অভিনয় করেছেন।ইতিমধ্যেই মুক্তি পাওয়ার সাথে সাথে সোশ্যাল মিডিয়াতে ফিল্মটি জনপ্রিয়তা পেতে শুরু করেছে।ত্রিপুরার বিভিন্ন প্রান্তের পাহাড় থেকে শুরু করে সমতলের মনোরম দৃশ্যে শুটিং করা হয়েছে।এই শর্ট ফিল্মে “কালো পরি” নামে একটি গান রয়েছে , যেই গানটিতে সুর দিয়েছেন মনিসা চক্রবর্ত্তী, লিরিক্স দিয়েছেন সুরজ দেব ও গানটি কম্পোজ করেছেন কৈলাশহরের তাপস ধর। মূলত একটি রহস্যময় পাহাড়ের কহিনিকে নিয়েই এই শর্ট ফিল্মটি তৈরি। সুরজ দেব আরো জানিয়েছেন আগামী দিনে রাজ্যবাসীকে আরো নতুন নতুন শর্ট ফিল্ম উপহার দেয়ার পরিকল্পনা রয়েছে তাদের।

Related Articles

যোগাযোগ রেখো

82,829ভক্তমত
834অনুগামিবৃন্দঅনুসরণ করা
1,320গ্রাহকদেরসাবস্ক্রাইব

সাম্প্রতিক প্রবন্ধসমূহ