36 C
Agartala
Friday, July 26, 2024
- Advertisemet -spot_img

বঞ্চিত জনজাতিরা

শ্যামলী ত্রিপুরা প্রতিনিধি, পানিসাগর, ৭ জানুয়ারি || বদলায় শাসক ,বদলায় নেতা ,বদল হয় না জনজাতিদের জীবনমান।
সময়ের পরিবর্তন, যুগের পরিবর্তনে ডিজিটাল ইন্ডিয়া, কিন্তু পরিবর্তন হলো না জনজাতি দের জীবনযাত্রার মান উন্নয়ন। জীবন মানের উন্নয়ন যে তিমিরে ছিল সেই তিমিরেই রয়ে গেল , ২৫ বছরের বাম শাসন পেরিয়ে, বিজেপি আইপিএফটি জোটের সরকারের ৫টি বছর চলছে । এটাই কি,, বিজেপি সরকারের,” প্রতিটি ঘরে সুশাসন ব্যবস্থা” তার এমনই চিত্র ধরা পরল আজ ৫৯ নং পেঁচারতল পূর্ব আন্ডারছড়া অন্তর্গত জয়াপা বাড়ি ভিলেজের জনজাতিদের। কিভাবে দুর্দশা দিন কাটছেন সে জীবনযাত্রার মান তুলে ধরাহলো সংবাদ মাধ্যমের সামনে , রাস্তাঘাট থেকে পানীয় জল বিদ্যুৎ সব ধরনের সমস্যায় ভুগছে এই জনজাতি পরিবারগুলি ,পানীয় জল সংগ্রহ করতে হয় বাড়ি থেকে 3/4 কিলোমিটার দূরে লুঙ্গা থেকে ,বর্ষাকালে গর্তের জল খেয়ে অনেকে অসুস্থ হয়ে পড়ে,সরকার আসে সরকার যায় কিন্তু তাদের এই পাড়ার কোন ধরনের উন্নয়ন আজ ও হয়নি , একটি ভালো ঘর ও নেই , সরকার থেকে কোন ধরনের সহযোগিতা পায়নি বলে জানান নিশীকান্ত ত্রিপুরা। জনজাতির ভাগ্যের চাকা যেন থমকে , সরকারী বিভিন্ন সাহায্য থেকে আজ ও বঞ্চিত ৫৯ নং পূর্ব আন্ডারছড়া অন্তর্গত জয়াপা পাড়ার পরিবার, হত দরিদ্র অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর মত কেউ নেই, অতিকষ্টের মধ্য দিয়ে বেঁচে থাকার লড়াই করে চলেছে প্রতিটা দিন, বিভিন্ন সময়ে সরকারি সহযোগিতার কাজের কাজ কিছুই হয়নি পেয়েছে কেবল আশ্বাস, বার বার আকুতি জানিয়ে ও তাহলে বিজেপির দেওয়া প্রতিশ্রুতি খেলাপি,

Related Articles

যোগাযোগ রেখো

82,829ভক্তমত
834অনুগামিবৃন্দঅনুসরণ করা
1,320গ্রাহকদেরসাবস্ক্রাইব

সাম্প্রতিক প্রবন্ধসমূহ