25 C
Agartala
Wednesday, October 4, 2023
- Advertisemet -spot_img

জন বিশ্বাসের এই রথ যাত্রাই বি জে পির ত্রিপুরায় শেষ যাত্রা

শ্যামলী ত্রিপুরা প্রতিনিধি, তেলিয়ামুড়া, ৭ জানুয়ারি||
জন বিশ্বাসের এই রথ যাত্রাই বি জে পির ত্রিপুরায় শেষ যাত্রা। ১৮ এর নির্বাচনের আগে বিজেপি রাজ্যে ক্ষমতায় আসার আগে যে প্রতিশ্রুতি দিয়ে ছিল তা পুরন করেনি, শুক্রবার তেলিয়ামুড়ায় এক পথ সভায় বক্তব্য রাখতে গিয়ে এমন কথায় বলেন রাজ্য তৃনমুল কংগ্রেসের সভাপতি পিজুষ কান্তি বিশ্বাস। বুধবার সন্ধ্যায় তেলিয়ামুড়া তৃনমুল কংগ্রেসের উদ্যোগে এক পথ সভায় আয়োজন করাহয়। শহরের প্রান কেন্দ্র অম্পি চৌমুহুনী তে। এই পথ সভায় উপস্থিত ছিলেন ত্রিপুরা তৃনমূল কংগ্রেসের রাজ্য সভাপতি পিজুষ কান্তি বিশ্বাস, সাংসদ সুষ্মিতা দেব, ত্রিপুরা রাজ্যের দ্বায়িত্ব প্রাপ্ত নেতৃত্ব রাজীব ভট্টাচার্য, খোয়াই জেলা তৃনমূল কংগ্রেসের সভাপতি আশোক দাসগুপ্ত সহ, তৃনমূল যুব সংঘটনের সহ সভাপতি অনির্বান সরকার সহ অন্যান্যরা।

Related Articles

যোগাযোগ রেখো

82,829ভক্তমত
834অনুগামিবৃন্দঅনুসরণ করা
1,320গ্রাহকদেরসাবস্ক্রাইব

সাম্প্রতিক প্রবন্ধসমূহ