24 C
Agartala
Wednesday, March 22, 2023
- Advertisemet -spot_img

ভারতের বিভিন্ন রাজ্য ঘুরতে বাংলাদেশ থেকে সাইকেল চেপে ভ্রমণ-এ

২৭ শে ফেব্রুয়ারী দুপুর বারো ঘটিকায় উওর জেলার পানিসাগর আসাম আগরতলা জাতীয় সড়কদিয়ে পরিক্রমা কালে সাক্ষাত হয় প্রবাসী এক বাইক আরোহী পর্যটকের।প্রবাসী পর্যটক জানান ওর নাম মাহমতিন আসান ইফাজ,বাড়ি পাশ্ববর্তী রাষ্ট্র বাংলা দেশের কুমিল্লা জেলায়।বাইসাইকেলে চেপে রাজ্যের সোনামুড়া দিয়ে প্রবেশ করে বিগত ২৫ শে ফেব্রুয়ারী তারিখে।দীর্ঘ তিন দিন প্রায় ২১৫ কি,মি পথ পরিক্রমা করে আজ পানিসাগরে এসে পৌছায়।তিনি জানান বাইসাইকেলে চেপে বাংলাদেশের সবকটি জেলা ভ্রমন করেছে।এখন তিনি ভারতের এিপুরা,মিজোরাম,আসাম,মেঘালয় ও পশ্চিম বঙ্গ ভ্রমণ করে পুনরায় বাংলাদেশে ফিরে যাবে।এই মর্মে আজ পানিসাগর থেকে দামছড়া হয়ে মিজোরামে প্রবেশ করবে।মুলত পাশ্ববর্তী দুটি রাষ্ট্রের কৃষ্টি, সংস্কৃতি ও ঐক্যের বাতাবরনকে সমৃদ্ধ করে তুলতে বাংলাদেশী যুবকের এই প্রয়াস।

Related Articles

যোগাযোগ রেখো

82,829ভক্তমত
834অনুগামিবৃন্দঅনুসরণ করা
1,320গ্রাহকদেরসাবস্ক্রাইব

সাম্প্রতিক প্রবন্ধসমূহ