28 C
Agartala
Sunday, December 3, 2023
- Advertisemet -spot_img

ড্রাগস সহ তিন যুবক আটক

শ্যামলী ত্রিপুরা প্রতিনিধি, পানিসাগর ৪ মার্চ।। রাএি আনুমানিক আটটা এিশ মিনিট নাগাদ উওর জেলার পানিসাগর নগর পঞ্চায়েত এলাকার পাঁচ নং ওয়ার্ড থেকে ড্রাগস সহ তিন যুবক কে আটক করে পানিসাগর পুলিশের হাতে তোলে দেয় স্হানীয় এলাকার লোকজন।ঘটনারব বিবরণে জানা যায় যে,পাচ নং ওয়ার্ডের মহকুমা হাসপাতাল সংলগ্ন এলাকায় দীর্ঘদিন থেকে স্থানীয় কতিপয় যুবকদের যোগসাজেসে ড্রাগস কারবার ঝাকিয়ে বসে ছিলো।কিন্ত উপযুক্ত তথ্য প্রমানের অভাবে কিছুই করা যাচ্ছিল না।জানা গেছে আজ রাএি আনুমানিক আট ঘটিকায় স্কুটি করে দুই যুবক জনাকীর্ণ জায়গা দিয়ে যাওয়াতে স্থানীয় এলাকার যুবকদের সন্ধেহ বশত ওরা পিছু দাওয়া করে ঐ এলাকা থেকে দুই জনকে আটক করে তল্লাসী চালিয়ে ওদের কাছ থেকে ড্রাগস সহ ড্রাগস কারবারে যুক্ত ব্যাবসায়ীর নাম জানতে পায়।ধৃত দুই জন হলো পানিসাগর বাজার সংলগ্ন জলদপ্তরে কর্মরত সুবল নায়েক এর ঊনিশ বর্ষিয়া পুএ দেবদন মায়েক এবং ঊনকোটি জেলার পেচারথল থানার অন্তর্গত নবীনছড়া এলাকার এিদিপ চাকমা এর বাইশ বর্ষিয়া পুএ রেনিশ চাকমা। এদের কে জিজ্ঞাসাবাদ করে জানা যায় পাঁচ নং ওয়ার্ডের বাসিন্দা তথা অবসর প্রাপ্ত তহশিলদার পরিমল মালাকার এবং শিক্ষা দপ্তরে কর্মরত শিক্ষিকা বিজয়া চৌধুরী( মালাকার) এর একমাএ পুএ রাজ্য সরকারের পানিসাগর মহকুমার বএিশদ্রেন টি,আর,পি,সি তে চাকুরীরত পুএ পুস্পেন্দু মালাকার ওরফে পাপ্পু এর কাছ থেকে ড্রাগস গুলো কিনে নিয়ে যাবার সময় এলাকাবাসীদের হাতে নাতে পাকরাও হয়।পরবর্তীতে এলাকাবাসীরা দূজন সহ পাপ্পুকে পাকরাও করে পানিসাগর পুলিশের হাতে তোলে দেয়।স্থানীয় সংবাদ মাধ্যমের জিজ্ঞাসা বাদে ধৃতরা জানিয়েছেন পাঁচ নং ওয়ার্ডে বাসিন্দা আশিষ রুদ্র পাল এবং পাপ্পু এর নিকট থেকে বিগত প্রায় সাত আট মাস পুর্বেথেকে ড্রাগস কিনে নিয়ে যেত।প্রতিটি ড্রাগসের কৌটা আশি টাকা থেকে একশত টাকায় বিক্রি করা হয়।এই ধরনের সর্বনাসা ড্রাগস কারবার করে রাতারাতি লক্ষ লক্ষ টাকা মুল্যের দামি গাড়ি,বাড়ি সহ বিলাশ বহুল জীবন যাপন করছেন আর সর্বনাসের দিকে ঠেলে দিচ্ছেন নিস্পাপ নিরপরাধ তরতাজা যুবকের মুলবান জীবন।এলাকাবাসীদের প্রচেষ্টায় তিন জন ড্রাগস কারবারিকে আটক করে পানিসাগর পুলিশের হাতে তোলে দেওয়াতে গোটা পানিসাগর মহকুমা জোরে কিছুটা হলেও স্বস্তির নিশ্বাস পরিলক্ষিত হচ্ছে।পানিসাগর পুলিশ ধৃত তিনজনকে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছেন।

Related Articles

যোগাযোগ রেখো

82,829ভক্তমত
834অনুগামিবৃন্দঅনুসরণ করা
1,320গ্রাহকদেরসাবস্ক্রাইব

সাম্প্রতিক প্রবন্ধসমূহ