36 C
Agartala
Friday, July 26, 2024
- Advertisemet -spot_img

নলেজ ইজ দ্যা বেষ্ট কোচিং সেন্টারের পরিচালনায় পাঠরত ছাএ ছাএিদের মধ্যে বিদায় সংবর্ধনা এবং বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্টান

শ্যামলী ত্রিপুরা প্রতিনিধি, পানিসাগর,৭মার্চ।।সাতই মার্চ উওর জেলার পানিসাগর টাউন হলে অনুষ্ঠিত হয় রাজ্য তথা গোটা উওর জেলার স্বনামধন্য কোচিং সেন্টার দ্যা নলেজ ইজ দ্যা বেষ্ট কোচিং সেন্টারের পরিচালনায় পাঠরত ছাএ ছাএিদের মধ্যে বিদায় সংবর্ধনা এবং বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্টান।এতে অংশগ্রহন করেন কোচিং সেন্টারে পাঠরত মাধ্যমিক এবং উচ্ছমাধ্যমিক স্থরের প্রায় ছয় শতাধিক ছাএ ছাএি বৃন্ধরা।সমগ্র অনুষ্টানটি পরিচালনা করেন কোচিং সেন্টারের অধ্যক্ষ মঃফখরুল ইসলাম ও মঃ বদরুল ইসলাম মহাশয়েরা।দায়িত্ব প্রাপ্ত অধ্যক্ষরা জানান উক্ত কোচিং সেন্টারের গোটা উওর জেলার প্রায় ১৫০০ জন ছাত্র ছাত্রীরা কোচিং গ্রহন করেন। পানিসাগর মহকুমার সবকটি বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা সহ ধর্মনগর,কাঞ্চনপুর,কেন্দ্রীয় বিদ্যালয় এর ছাএ ছাএীরা অধ্যয়ন নেন।কোচিং সেন্টারটির মূখ্য উদ্দ্যেশ্য হলো শিক্ষা দানের পাশাপাশি মেধার নিরিখে ছাএ ছাএিদের মূল্যায়নের ভিওিতে পুরস্কারের মাধ্যমে উৎসাহিত করা।উক্ত অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীদের পাশাপাশি অভিবাবকেরা ও উপস্থিত ছিলেন।একদিবসীয় অনুষ্টানকে কেন্দ্রকরে সমস্থ দিন ব্যাপী বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্টানের পাশাপাশি অনুষ্টিত হয় পুরুস্কার বিতরনী পর্ব।পাশাপাশি অনুষ্ঠিত হয় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরিক্ষার্থীদের মধ্যে বিদায় সংবর্ধনা অনুষ্টান।উক্ত অনুষ্টান কে কেন্দ্র করে গোটা উওর জেলা তথা পানিসাগর মহকুমার ছাএ ছাএীদের মধ্যে উৎসাহ পরিলক্ষিত হয়।

Related Articles

যোগাযোগ রেখো

82,829ভক্তমত
834অনুগামিবৃন্দঅনুসরণ করা
1,320গ্রাহকদেরসাবস্ক্রাইব

সাম্প্রতিক প্রবন্ধসমূহ