28.3 C
Agartala
Saturday, April 13, 2024
- Advertisemet -spot_img

অটো এবং বাইকের মুখোমুখি সংঘর্ষ

শ্যামলী ত্রিপুরা প্রতিনিধি, পানিসাগর ২৬ মে ।। উওর জেলার পানিসাগর থানাধীন কৃষ্ণপুর প্রেট্রোল পাম্পের সম্মুখে ঘটে যায় এক যান দূর্ঘটনা।ঘটনার বিবরণে জানা যায় যে,তিলথৈ থেকে ধর্মনগর অভিমুখে যাবার কালে একটি বাইকে চেপে ঊনকোটিঊ জেলার ফটিকরায় কলেজ সংলগ্ন এলাকার বাসিন্দা বিলাশ মালাকার একই অভিমুখে যাবার পথে ঐ এলাকায় পৌছালে একটি অটোতে নিয়ে যাবার কালে ধর্মনগরের সাকাইবাড়ির বাসিন্দা জগদীস নাথ এর অটো সহ প্রচন্ড গতির কারনে দুটির সংঘর্ষে দূর্ঘটনা ঘটে।দূর্ঘটনার ফলে আহত অবস্হায় বাইক ও অটো চালক দুজনকেই পানিসাগর ফায়ার সার্ভিসের কর্মীরাধ নিয়ে যায় ধর্মনগর জেলা হাসপাতালে।দূর্ঘটনার খবর পেয়ে দূর্ঘটনা স্হলে পৌছায় পানিসাগর থানার পুলিশ এবং দূর্ঘটনা গ্রস্ত বাইক ও অটো টিকে নিয়ে আসে পানিসাগর থানার হেফাজতে।এই নিয়ে পানিসাগর থানা দূর্ঘটনা জনিত মামলা নিয়ে তদন্ত কার্য অব্যাহত রেখেছে।আহত দুই জনের চিকিৎসা বর্তমানে ধর্মনগর জেলা হাসপাতালে চলছে।

Related Articles

যোগাযোগ রেখো

82,829ভক্তমত
834অনুগামিবৃন্দঅনুসরণ করা
1,320গ্রাহকদেরসাবস্ক্রাইব

সাম্প্রতিক প্রবন্ধসমূহ